Home ব্লগবাজি পেঁচা ~ সুচেতনা সেন

পেঁচা ~ সুচেতনা সেন

পেঁচা    ~    সুচেতনা সেন
পেঁচা ~


পিঁপড়েগুলো মুখে করে ডিম বয়ে নিয়ে যায় -
আবিষ্কার ও আবিষ্কারকের কাহিনী ;
তোর পদ্মনাভিতে অনেক মেঘ জমে আছে
কস্তুরীর গন্ধ আজ বৃষ্টি ফোঁটায় ;
মন তোকে একটুখানি ছুঁতে চায়
তোর ঘাড়ের চুল সরিয়ে
আলতো ঠোঁট পরশ করতে চায় -
এইখানে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় অনেক শীতল নীরবতা -
এই খানে তোর আমার বসন্ত ;
দুই পা ছড়িয়ে বসি পাশাপাশি পাহাড়ের ঢালে -
তোর নগ্ন হাত হাতে নিয়ে ;
দু একটা কথায় আজ তোকে
লতার মতো জড়িয়ে থাকবো ; ঘাসের ভিতরে ঘাস হয়ে থাকব ;
আলোর ভিতরে আলো ;
গভীর অন্ধকারে মিশে রব দুজনে -প্রেম -পিপাসা -
আর নিঃস্বতার গানে ;
এইখানে সারারাত টিপ টিপ বৃষ্টি ঝরে তোর আমার ছাদে
এইখানে একাকী পেঁচা বসে ভেজে ইলেকট্রিকের তারে ।

সুচেতনা সেন ~ 26/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here