Home আপডেট ‘প্যান্ডেলকে পেন্ডোল বললেন শাহ’, ‘মেন্ডোল বউ’ নিয়ে চরম কটাক্ষ দেবাংশুর

‘প্যান্ডেলকে পেন্ডোল বললেন শাহ’, ‘মেন্ডোল বউ’ নিয়ে চরম কটাক্ষ দেবাংশুর

‘প্যান্ডেলকে পেন্ডোল বললেন শাহ’, ‘মেন্ডোল বউ’ নিয়ে চরম কটাক্ষ দেবাংশুর

[ad_1]

আজ সোমবার বিকেলে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল কংগ্রেসের দাবি, সেখানে বক্তৃতা দিতে গিয়ে বেশ কয়েকবার ‘পেন্ডোল’ শব্দের উচ্চারণ করতে শোনা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এমন উচ্চারণ নিয়ে ভুল ধরিয়ে দিয়ে অমিত শাহকে বিদ্রুপ করে কটাক্ষ করলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তাঁর কটাক্ষ, ‘বাংলার আসার আগে আপনি আবার প্রস্তুতি ক্লাসের মধ্যেই হয়তো ঘুমিয়ে পড়েছিলেন।’

আরও পড়ুন: বাংলায় পরিবর্তন আনতে সর্বশক্তি প্রয়োগ করব, কলকাতা ঝটিকা সফরে এসে বললেন অমিত শাহ

আজ বিকেলে কলকাতায় আসেন শাহ। সেই অমিত শাহের কলকাতা আসা ছিল ঝটিকা সফর। এদিন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে বক্তব্য রাখার সময়ই অমিত শাহ বলেছিলেন, তিনি রাজনীতির কথা আজকের দিনে বলতে আসেননি তারপরেও রাজনীতির কথা শোনা যায় অমিত শাহের মুখে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘পশ্চিমবঙ্গে দীপাবলির থেকে বড় মহোৎসবের ৯ দিন হয়। সারা বাংলার মানুষ প্যান্ডেলে মাতৃভক্তিতে বিলীন হয়ে যান। দেশের বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে মায়ের পুজো করা হয়। পূর্ব ভারতে দুর্গাপুজোর ‘পেন্ডোল’ তৈরি করে মায়ের আরাধনা করা হয়।’ এরপরেই তিনি রাম মন্দির প্রসঙ্গে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। তবে তার আগেই কলকাতার মানুষ প্যান্ডেল লাগিয়ে রাম মন্দিরের উদ্বোধন করে দিলেন।’ এরপরে অমিত শাহের মুখে আরও একবার একই উচ্চারণ শোনা যায়। তিনি বলেন, ‘আজ প্যান্ডেল গিয়ে মায়ের কাছে বাংলা-সহ সমস্ত ভারতের মানুষের সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা করব।’

এরপরেই অমিত শাহকে কটাক্ষ করে দেবাংশু ভট্টাচার্য নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আপনি এমন একটি রাজ্যে এসেছেন যেখানে দুর্গাপুজো সবচেয়ে বড় উৎসব। অন্তত সঠিকভাবে উচ্চারণ করুন.. উচ্চারণটা পেন্ডোল নয়, ‘প্যান্ডেল’। আমার মনে হয় আপনি আপনার বাংলার সংস্কৃতি পরিদর্শন প্রস্তুতি ক্লাসে আবার ঘুমিয়ে পড়েছিলেন।’

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here