Home আপডেট ‘‌বন্ধু এবার খেলা হবে’‌ স্লোগানে তেতে উঠেছে ব্যারাকপুর জেল, আসলে কী ঘটেছে?

‘‌বন্ধু এবার খেলা হবে’‌ স্লোগানে তেতে উঠেছে ব্যারাকপুর জেল, আসলে কী ঘটেছে?

‘‌বন্ধু এবার খেলা হবে’‌ স্লোগানে তেতে উঠেছে ব্যারাকপুর জেল, আসলে কী ঘটেছে?

[ad_1]

একুশের নির্বাচনের আগে রাজ্য–রাজনীতিতে বড় স্লোগান হয়ে উঠেছিল ‘‌খেলা হবে’‌। হ্যা, সেবার খেলা হয়েছিল। এবার জেলবন্দিদের মধ্যে থেকে এই একই স্লোগান উঠল। তবে আঙ্গিকটা আলাদা। এই ছবি দেখা গিয়েছে ব্যারাকপুর সংশোধনাগারে। বন্দিদের কারও হাতে ব্যাট, কারও হাতে বল এবং কারও নজর উইকেটে। কারারক্ষীদের একাংশ এই খেলার মজা নিচ্ছেন। তবে মাঝে মধ্যে ভয়ও পাচ্ছেন। কারণ কেউ বলছেন খেলা হবে। আবার কেউ বলছেন মার সপাটে। এই সব শব্দে উত্তেজনা চরমে উঠেছে জেল চত্বরে। তবে সবটাই সতর্ক নজর রেখেছেন কারা কর্তৃপক্ষ। এখানে মারামারি করে কেউ রক্ত ঝরাচ্ছে না। বরং ঘাম ঝরাচ্ছে।

এদিকে ব্যারাকপুর জেলে জোরকদমে শুরু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট। এখানে ৯টি দল যোগ দিয়েছে। এই ৯টি দলের নামেও আছে চমক। বেঙ্গল টাইগার জায়েন্টস থেকে শুরু করে নিউ ইয়ং সোসাইটি, নেশন ইন্ডিয়া, ভোজপুরি দাবাং, টিম এক্সপেন্ডেবল নামের দল তৈরি হয়েছে। কারা কর্তৃপক্ষ সূত্রে খবর, এই খেলোয়াড়রা একদা কুখ্যাত অপরাধী ছিল। তাই আজ জেলে। কিন্তু এখানে খেলায় যখন তারা মেতে ওঠে তখন বোঝার উপায় নেই এরাই এত সব অপরাধের সঙ্গে জড়িত। খুন থেকে মাদক পাচার— হরেক অভিযোগে এরা জেলবন্দি। খেলার মধ্য দিয়েও যদি সমাজের মূলস্রোতে ফেরে বন্দিরা সেটাও মঙ্গল।

অন্যদিকে এই ক্রিকেট প্রতিযোগিতায় কারারক্ষীদের একটি দলও খেলছে। এই ক্রিকেট প্রতিযোগিতা শুরুর আগে ‘ওয়ার্ম আপ’ ম্যাচ খেলেছে দলগুলি। পয়লা জানুয়ারি শুরু হয়েছে ক্রিকেট প্রতিযোগিতা। নামপ্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষী বলেন, ‘বন্দিদের ন’টি দল তৈরি করে দিয়েছেন জেল সুপার অঞ্জন চট্টোপাধ্যায়। প্রত্যেক দলে রয়েছেন আটজন খেলোয়াড়। জোরকদমে চলছে খেলা। আট ওভারের প্রতিযোগিতার ফাইনাল হবে ২৬ জানুয়ারি। সাধারনতন্ত্র দিবসের দিন। সেদিন সেরা ব্যাটসম্যান, বোলার এবং ফিল্ডারকে পুরস্কৃত করা হবে।’‌

আরও পড়ুন:‌ এবার বর্ষাতি দুর্নীতিতে জড়াল কলকাতা পুরসভা, চার্জশিট দিতে উদ্যোগ নেওয়া হচ্ছে

এবার এই ক্রিকেট প্রতিযোগিতা চলাকালীন অনেকে জামিনে মুক্তি পেতে পারেন। তাই প্রত্যেক দলে দু’জন অতিরিক্ত খেলোয়াড় নেওয়া হয়েছে। যাতে অসুবিধায় না পড়ে কোনও দল। তবে এই খেলা চলাকালীন অনেক দলই সোচ্চার হয়েছে ‘‌বন্ধু এবার খেলা হবে’‌ স্লোগানে। একে অপরকে দেখলেই এই স্লোগান তুঙ্গে উঠছে। এখানে ব্যারাকপুর শিল্পাঞ্চলের দুষ্কৃতীদের রাখা হয়। তাদের নিয়েই তৈরি হয়েছে টিম। এভাবে খেলার মাধ্যমে সবার মন ভাল রাখার চেষ্টা হচ্ছে। তার উপর এখান থেকেও ব্যতিক্রম কিছু বেরিয়ে আসতে পারে। তবে অনেক বন্দি নাকি মনে করছেন এই খেলার মাধ্যমে মূলস্রোতে ফিরে এলে জেল থেকে ছাড়া পাওয়া যাবে। সবমিলিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জেল সূত্রে খবর।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here