Home খেলাধুলো বাংলাকে ভারত সেরা করার স্বপ্ন দেখছেন লক্ষী, মনোজ

বাংলাকে ভারত সেরা করার স্বপ্ন দেখছেন লক্ষী, মনোজ

বাংলাকে ভারত সেরা করার স্বপ্ন দেখছেন লক্ষী, মনোজ

[ad_1]

কলকাতা: বাংলা ক্রিকেটের একটা বড় অধ্যায় জুড়ে থেকে যাবেন লক্ষ্মীরতন শুক্লা এবং মনোজ তিওয়ারি। প্রথমজন এখন কোচ হয়ে গিয়েছেন। মনোজ অবশ্য খেলা চালিয়ে যাচ্ছেন। ফিটনেস ধরে রাখার চেষ্টা করছেন। সবচেয়ে বড় কথা বাংলাকে ভারত সেরা করার স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নটা দলের জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিতে চান অভিজ্ঞ এই তারকা ক্রিকেটার।
আগামী মরসুম নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গেল বাংলার।

 সিএবি-তে বৈঠক করলেন কোচ লক্ষ্মীরতন শুক্ল, সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী এবং সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। একাধিক বিষয় নিয়ে আলোচনা হল সেই বৈঠকে। ঠিক হয়েছে, পরের মরসুমে লাল বলের পাশাপাশি সাদা বলের ক্রিকেটেও ভাল পারফর্ম করার দিকে জোর দেওয়া হবে। সব ঠিক থাকলে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে প্রাক মরসুম প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে বাংলার।

আরও পড়ুন – বাবা হবেন কদিন পরে! ভারতকে চ্যাম্পিয়ন করেই স্ত্রীকে অভিনব উপহার সুনীলের

দলীপ ট্রফি খেলতে যাবেন বাংলার আট জন ক্রিকেটার। আপাতত তাঁরা ব্যস্ত রয়েছেন পি সেন ট্রফি খেলতে, যা শেষ হচ্ছে ২৪ জুন। তাই জুলাইয়ের প্রথম সপ্তাহে যাঁরা থাকবেন, তাঁদের নিয়েই প্রস্তুতি শুরু করবে বাংলা। গত বারের মতোই আগামী মরসুমের জন্যে সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে একটি ‘পুল’ তৈরি করা হবে। সেখান থেকে সেরা ক্রিকেটারদের বেছে নেওয়া হবে।

That’s Tea on Day 2 of the @mastercardindia #RanjiTrophy #Final! #BENvSAU

Saurashtra move to 238/5 vs Bengal@ShelJackson27 (59) and Arpit Vasavada (53*) stretch Saurashtra’s lead to 64 runs.

Join us for the final session soon

Scorecard 👉 pic.twitter.com/9U5mCcblvB

— BCCI Domestic (@BCCIdomestic) February 17, 2023

Tags: Bengal Cricket Team, Manoj Tiwary



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here