Home আপডেট ‘‌বাকি দাবিও পূরণ করে দেব’‌, সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘‌বাকি দাবিও পূরণ করে দেব’‌, সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘‌বাকি দাবিও পূরণ করে দেব’‌, সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

[ad_1]

বাংলার সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে লাটবাগানে প্রায় ৩০ হাজার সিভিক ভলান্টিয়ারদের নিয়ে একটি সম্মেলন করা হয়। সেখানে টেলিফোনে নিজের বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের নিয়ে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সিভিক ভলান্টিয়ারদের প্রথম রাজ্য সম্মেলন হল বারাকপুরে। ৩০ হাজার সিভিক ভলান্টিয়ার এখানে জমায়েত করেন। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে লাটবাগানে হয় সম্মেলন। পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের নোডাল অফিসার শান্তনু সিনহার মোবাইলের মাধ্যমে সেখানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের উদ্দেশে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‌এখন রাজ্য সরকার প্রায় দু’‌লাখ সিভিক ভলান্টিয়ারকে কাজ দিয়েছে। ৬০ বছরের পর অবসর। তাঁদের ৫ হাজার ৩০০ টাকা করে বোনাস দেওয়া হয়েছে। চাকরিরত অবস্থায় যদি সিভিক ভলান্টিয়ারদের কারও মৃত্যু হয় তাহলে তাঁর পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হবে। আপনাদের একাধিক দাবি ইতিমধ্যেই পূরণ করা হয়েছে। বাকি দাবিও পূরণ করে দেব।’‌ মুখ্যমন্ত্রীর এই আশ্বাস শুনে লাফিয়ে ওঠেন সিভিক ভলান্টিয়াররা। তাঁরা বেশ খুশি হন। রীতিমতো নিজেদের চাকরি, টাকা, বোনাস নিয়ে আলোচনা করতে থাকেন।

অন্যদিকে কলকাতার সঙ্গে রাজ্য পুলিশের অধীনেও কাজ করছেন সিভিক ভলান্টিয়ার রা। নানা সুযোগ–সুবিধা পাচ্ছেন। যা আগে ছিল না। বাৎসরিক অ্যাডহক বোনাস ২ হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার ৩০০ টাকা করা হয়েছে। রাজ্য স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তার উপর মন্ত্রিসভার বৈঠকে সিভিক ভলান্টিয়ারদের স্থায়ী হোমগার্ডের চাকরি দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। অনেকে আশা করছেন লোকসভা নির্বাচনের প্রাক্কালে এমন কোনও খুশির খবর বয়ে আসতেই পারে।

আরও পড়ুন:‌ ‘‌ন্যায়ের জন্য দান’‌, নয়া অর্থ সংগ্রহের কর্মসূচি ঘোষণা কংগ্রেসের, মিলবে দারুণ উপহার

রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের কমিশনার অলক রাজোরিয়া–সহ অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‌পুলিশে ইউনিয়ন করা যায় না। কিন্তু অ্যাসোসিয়েশন করা যায়। ওয়েলফেয়ার কমিটি তৈরি করে সিভিক ভলান্টিয়াররা অনেক দাবি আদায় করেছেন। খুবই পরিশ্রম করেন এই সহযোগী পুলিশকর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁদের পাশে আছে।’‌ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে ঘোষণা করেছিলেন, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশে কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা একই হারে পুজোর বোনাস পাবেন। তা নিয়ে বিরোধীরা অপপ্রচার করেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here