Home আপডেট বিজেপি বিধায়ক অভিষেকের নামে প্রকল্পের আবেদন করলেন, তোলপাড় রাজ্য–রাজনীতি

বিজেপি বিধায়ক অভিষেকের নামে প্রকল্পের আবেদন করলেন, তোলপাড় রাজ্য–রাজনীতি

বিজেপি বিধায়ক অভিষেকের নামে প্রকল্পের আবেদন করলেন, তোলপাড় রাজ্য–রাজনীতি

[ad_1]

একশো দিনের কাজের টাকা বকেয়া। আর তা আদায়ে দাবিতে বিধানসভায় বিধায়কদের নিয়ে ধরনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার জবকার্ড হোল্ডাররা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নয়াদিল্লি গিয়ে ধরনা দিয়েছেন। তারপরও টাকা মেলেনি। কিন্তু কয়েকদিন আগে এই অসহায় বঞ্চিত মানুষদের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দিয়েছেন অভিষেক। সব জেলারই জবকার্ড হোল্ডাররা কিছু পরিমাণ অর্থ পেয়েছেন। অর্থাৎ কথা রেখেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। এবার অভিষেকের টাকা দেওয়া নিয়ে বিস্ফোরক দাবি করলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, ১০০ দিনের কাজের জবকার্ড হোল্ডারদের টাকা কেন্দ্রীয় সরকার না দিলে তিনি উদ্যোগ হয়ে দলের পক্ষ থেকে ক্ষমতায অনুযায়ী টাকা দেবেন। এই ঘটনা ঘটতেই ন্দার বিজেপি বিধায়ক কটাক্ষ করে বলেন, ‘‌এটা তো আনন্দের বিষয়। আমি তো জানতে পারলাম আমার বিধানসভা এলাকার কয়েকজন টাকা পেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা না দিলে উনি দেবেন। তবে আমার প্রশ্ন বাকি বঞ্চিতরা টাকা পাবেন তো? আশা করি প্রত্যেককে টাকা অভিষেক মিটিয়ে দেবেন। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করব, টাকা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তখন প্রকল্পের নামও ওঁর নামে করা হোক।’‌

বিজেপি বিধায়কের এমন মন্তব্যে রাজ্য–রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। এদিকে শুক্রবার বাঁকুড়া জেলার ৬ জনের হাতে টাকা তুলে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বার্তা দেওয়া চিঠিও তাঁদের হাতে তুলে দেন বাঁকুড়ার জেলার তৃণমূল কংগ্রেস নেতারা। জয়পুর ব্লকের তিনজন জব কার্ড হোল্ডারদের বাড়ি গিয়ে বকেয়া টাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের নেতারা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি জবকার্ড হোল্ডারদের হাতে বকেয়া টাকা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি তুলে দেন। এই কাজ শুরু হতেই বিজেপি বুঝতে পেরেছে তাদের জমি আলগা হতে শুরু করেছে। তাই কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক।

আরও পড়ুন:‌ ইডির সঙ্গে সিবিআই খুব বেশি যোগাযোগ রাখেনি, সমন্বয়ের অভাব নিয়ে ভর্ৎসনা বিচারপতির

অন্যদিকে বিজেপি বিধায়ক কটাক্ষ করলেও মানুষ বকেয়া টাকা পেয়ে খুশি। তার প্রভাব সরাসরি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘‌আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন। আগামী দিনে আরও জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের বকেয়া টাকা ফেরত দেওয়া হবে। বাঁকুড়া জেলার ২৫০ জনকে টাকা দেওয়া হবে।’‌ এই টাকা পেয়ে খুশি জবকার্ড হোল্ডাররা। কয়েকজন জবকার্ড হোল্ডার বলেন, ‘‌১০০ দিনের কাজের বকেয়া টাকা পেয়ে আমরা খুব খুশি। বড় উপকার হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই।’‌

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here