Home খেলাধুলো বিশ্বকাপের মাঝেই বড় ঘোষণা, মিনি বিশ্বকাপে খেলবে কোন ৮ দেশ, জানিয়ে দিল আইসিসি ICC World Cup 2023 which 8 teams will play in ICC Champions Trophy 2025 ICC declared qualification rules during ODI World Cup 2023 sup

বিশ্বকাপের মাঝেই বড় ঘোষণা, মিনি বিশ্বকাপে খেলবে কোন ৮ দেশ, জানিয়ে দিল আইসিসি ICC World Cup 2023 which 8 teams will play in ICC Champions Trophy 2025 ICC declared qualification rules during ODI World Cup 2023 sup

বিশ্বকাপের মাঝেই বড় ঘোষণা, মিনি বিশ্বকাপে খেলবে কোন ৮ দেশ, জানিয়ে দিল আইসিসি ICC World Cup 2023 which 8 teams will play in ICC Champions Trophy 2025 ICC declared qualification rules during ODI World Cup 2023 sup

[ad_1]

২০২৫ সাল থেকে ফিরতে চলেছে আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৭ সালের পর থেকে এই প্রতিযোগিতা আর হয়নি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে মিনি বিশ্বকাপও বলা হয়ে থাকে। ২০২৫ সালে এই প্রতিযোগিতার আয়োজক দেশ পাকিস্তান। আর বিশ্বকাপের মাঝেই আগামি চ্যাম্পিয়ন্স ট্রফির দামামা বাজিয়ে দিল আইসিসি। কোন কোন দল সুযোগ পাবে প্রতিযোগিতায় জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

আটটি দল নিয়ে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির তরফ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন কোন দল কীভাবে, কোন নিয়মে সুযোগ পাবে তা ২০২১ সালে হওয়া আইসিসির বোর্ড মিটিংয়েই ঠিক হয়ে গিয়েছিল। পাকিস্তান আয়োজক দেশ হওয়ায় সরাসরি জায়গা পাবে প্রতিযোগিতায়। ফলে বিশ্বকাপে বাবর আজমরা যতই খারাপ খেলুক চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জন নিয়ে তাদের কোনো দুশ্চিন্তা নেই।

এছাড়া আইসিসির তরফ থেকে জানানো হয়েছে বাকি সাতটি দল বেছে নেওয়া হবে ওডিআই বিশ্বকাপ থেকে। সেখানে সেমি ফাইনালে ওঠা ৪টি দল সরাসরি জায়গা পাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আর লিগ পর্বের শেষে পয়েন্ট টেবিলে থাকা পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে থাকা দল সুযোগ পাবে প্রতিযোগিতায়। পাকিস্তান যদি প্রথম সাতে থাকে তাহলে অষ্টম স্থানে থাকা দল সুযোগ পাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

আরও পড়ুনঃ ICC World Cup 2023 India vs Sri Lanka: বিশ্বকাপে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে বড় চমক! ওয়াংখেড়েতে ২০১১-র স্মৃতি ফেরাতে তৈরি টিম ইন্ডিয়া

প্রসঙ্গত, ২০১৭ সালে শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেবার ফাইনালে ভারতকে ১৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাক দল। ম্যাচে প্রথম ব্যাটিং করে ৩৩৮ রান করেছিল পাকিস্তান। জবাবে ভারতের ইনিংস শেষ হয়েছিল ১৫৮ রানে। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান হওয়ায় ভারত খেলতে যাবে কিনা তা নিয়ে এখনও প্রশ্ন চিহ্ন থেকেই গিয়েছে।

Tags: Champions Trophy, Cricket, ICC, ICC World Cup 2023, ODI World Cup 2023

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here