Home খেলাধুলো বিশ্বকাপ জিতবে কোন দল? ভারতের নাম নিলেন না অশ্বিন, জানালেন কোন দেশ তার ফেভারিট ODI World Cup 2023 Ravichandran Ashwin not picks Team India for his Favourite Team to win ICC World Cup this year sup

বিশ্বকাপ জিতবে কোন দল? ভারতের নাম নিলেন না অশ্বিন, জানালেন কোন দেশ তার ফেভারিট ODI World Cup 2023 Ravichandran Ashwin not picks Team India for his Favourite Team to win ICC World Cup this year sup

বিশ্বকাপ জিতবে কোন দল? ভারতের নাম নিলেন না অশ্বিন, জানালেন কোন দেশ তার ফেভারিট ODI World Cup 2023 Ravichandran Ashwin not picks Team India for his Favourite Team to win ICC World Cup this year sup

[ad_1]

কলকাতা: সময় বাকি নেই আর ২ মাসও। ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা বাড়তে শুরু করে দিয়েছে ফ্যানেদের মধ্যে। ১২ বছর পর ফের দেশের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়ন কোন দল হতে পারে তা নিয়েও শুরু হয়ে গিয়েছে আলোচনা। এবার বিশ্বকাপে কোন দল ফেভারিট তা জানিয়ে দিলেন ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আর সকলকে অবাক করে ভারতকে ফেভারিট বাছেননি তিনি।

এমএস ধোনির পর আরও একবার ঘরের মাঠে ভারতের সোনালী ট্রফি জয় দেখার অপেক্ষায় দেশবাসী। কিন্তু সেখানে রবিচন্দ্রন অশ্বিন নিজেই কেন ভারতকে ফেভারিট মানছেন না তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। নিজের ইউটিউব চ্যানেলে বিশ্বকাপ নিয়ে আলোচনায় অশ্বিন বলেছেন,”সবাই বলছে ঘরের মাঠে বিশ্বকাপ জেতার প্রধান দাবিদার ভারত। সব ক্রিকেটারাও তাই বলছে। আসলে ভারতকে এখন থেকেই ফেভারিট বলে চাপে ফেলার একটা কৌশল। ভারত অন্যতম দাবিদার হলেও জেতাপ দৌড়ে সবার থেকে এগিয়ে অস্ট্রেলিয়াই।”

অস্ট্রেলিয়াকেই সবথেকে বেশি ফেভারিট বাছার কারণও জানিযেছেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যাটিং-বোলিং-অলরাউন্ডার সব বিভাগেই অস্ট্রেলিয়া সবথেকে বেশি ব্যালান্সড দল বলে জানিয়েছেন তারকা স্পিনার। অস্ট্রেলিয়াকে ক্রিকেট বিশ্বের মহাশক্তিও বলেছেন অশ্বিন। ১৯৮৭ সালে প্রথম বিশ্বকাপ জয় থেকে ২০১৫ পর্যন্ত সবথেকে ৫টি বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়াকে ক্রিকেট বিশ্বের মহাশক্তি বানিয়েছে বলেও জানিয়েছেন অশ্বিন।

আরও পড়ুনঃ Knowledge Story: শুধু এমএস ধোনি নয়, ৭ নম্বর জার্সি পরে খেলেছেন আরও এক ভারতীয় তারকা, বলুন তো কে

প্রসঙ্গত. ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২২। যে শহরগুলিতে ম্যাচ হবে সেই সকল জায়গায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ৮ অক্টোবর ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।

Tags: ICC World Cup 2023, ODI world cup 2023, Ravichandran Ashwin, Team India

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here