Home ব্লগবাজি বৃক্ষটিকে ছেড়ে দিন ~ সুশীল রায়

বৃক্ষটিকে ছেড়ে দিন ~ সুশীল রায়

বৃক্ষটিকে ছেড়ে দিন     ~       সুশীল রায়
বৃক্ষটিকে ছেড়ে দিন
*******************
                   
আমিই সেই বেনামী অস্তিত্ব, মহারাজ;
আপনি যুগে যুগে যার শিরশ্ছেদ করেছেন,
তর্জনী কেটেছেন,
-মাথার ন্যায্য মূল্য ঘোষণা করেছেন।

আমার আঙুলের ডগায় শব্দকোষ সাগর গড়েছে।
কারাগার থেকে সামান্য বাতাস বেরিয়ে ঠিক আসবেই।
আনন্দ-লহরী সেই বাতাসেই দাপট দেখাবে...

শব্দভীতু মানুষেরা চিরকাল আধারের মুণ্ডপাত করে;
বিনত দাঁড়িয়ে আছি কলমের হতে বহু দূরে;
দু'হাত বাড়িয়ে আছি, জোড়া পাঞ্জা কেটে নিন প্রভু।

কলম শোধন করে, নিঃশেষ করে না।

বৃক্ষটিকে ছেড়ে দিন, আপনাকে বাঁচান, রাজন;
পৃথিবীকে বাঁচতে দিন; বৃক্ষটিকে বাঁচান, রাজন...
                      সুশীল রায় :23/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here