Home খেলাধুলো ভারতীয় দল আমার বাবার জমিদারি নয়! ‘রোহিত শর্মা কেন হঠাৎ এমন বললেন?

ভারতীয় দল আমার বাবার জমিদারি নয়! ‘রোহিত শর্মা কেন হঠাৎ এমন বললেন?

ভারতীয় দল আমার বাবার জমিদারি নয়! ‘রোহিত শর্মা কেন হঠাৎ এমন বললেন?

[ad_1]

মুম্বই: ভারতীয় দলে কেন কয়েকজন বাদ পড়লেন এই নিয়ে হচ্ছে প্রশ্ন। এটা স্বাভাবিক ব্যাপার। দল নিয়ে সম্পূর্ণ খুশি কেউ সবসময় হয় না এটাই হয়ে এসেছে। অধিনায়ক রোহিত শর্মা অবশ্যই এই নিয়ে বেশি মাথা খারাপ করতে নারাজ। এশিয়া কাপ শুরুর আগে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সেরা কম্বিনেশন বেছে নেওয়ার সময়ে বিভিন্ন কারণে অনেকে বাদ পড়ে যায়।

আমি এবং রাহুল ভাই সুযোগ না পাওয়া প্লেয়ারদের সাধ্য মতো বোঝাই যে, কেন তারা দলে নেই। প্রতিবার দল নির্বাচনের পর এবং প্রথম একাদশ ঘোষণার পর আমরা তাদের সঙ্গে কথা বলি। মুখোমুখি কথোপকথন হয়। ধরে ধরে কথা বলি। বুঝিয়ে বলি কেন তারা নেই। কিছু সময় তাদের জুতোয় আমি নিজে পা গলিয়ে দেখি। ২০১১ বিশ্বকাপে আমাকে নেওয়া হয়নি। হৃদয় ভেঙে গিয়েছিল।

আমি এটাই ভেবেছিলাম যে, বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর আর কী বা থাকতে পারে! মন খারাপ করে ঘরে বসেছিলাম। জানি না এরপর কী হবে। আমার মনে আছে এরপর যুবরাজ সিং আমাকে ওর ঘরে ডাকে। আমাকে ডিনার করাতে নিয়ে যায়। ও বুঝিয়ে বলেছিল বাদ পড়ার অনুভূতি ঠিক কেমন হয়। যুবরাজ আমাকে বলেছিল যে, আমার সামনে আরও অনেক বছর রয়েছে।

Rohit Sharma is hoping to replicate his @cricketworldcup 2019 form when he scored 648 runs including five centuries 👌

More 👉 pic.twitter.com/mCJAAJdFj6

— ICC (@ICC) August 29, 2023

Tags: Asia Cup 2023, Rohit Sharma



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here