Home খেলাধুলো ভারতের বিরুদ্ধে নজর কাড়ল নেপালের লড়াকু ব্যাটিং, জয়ের জন্য রোহিত-বিরাটদের টার্গেট ২৩১ India vs Nepal Asia Cup 2023 Live Updates Nepal set 231 runs Target for Team India sup

ভারতের বিরুদ্ধে নজর কাড়ল নেপালের লড়াকু ব্যাটিং, জয়ের জন্য রোহিত-বিরাটদের টার্গেট ২৩১ India vs Nepal Asia Cup 2023 Live Updates Nepal set 231 runs Target for Team India sup

ভারতের বিরুদ্ধে নজর কাড়ল নেপালের লড়াকু ব্যাটিং, জয়ের জন্য রোহিত-বিরাটদের টার্গেট ২৩১ India vs Nepal Asia Cup 2023 Live Updates Nepal set 231 runs Target for Team India sup

[ad_1]

ক্যান্ডি: অলআউট হলেও ভারতের মত ক্রিকেটে শক্তিধর দেশের বিরুদ্ধে নজর কাড়ল নেপালের ব্যাটিং। বলা চলে প্রথম ম্যাচে পাকিস্তানের পেস অ্যাটাক দেখিয়েছিল ভারতীয় ব্যাটিং লাইনের টপ অর্ডারের দুর্বলতা। আর দ্বিতীয় ম্যাচে নেপাল কিছুটা হলেও বুঝিয়ে দিল বড় ম্যাচ জিততে হলে এখনও অনেক কাজ করতে হবে ভারতীয় বোলিং লাইনকেও। ভারতকে ২৩১ রানের টার্গেট দিল ক্রিকেট বিশ্বে নবাগত নেপাল।

পাকিস্তান ম্যাচের পর নেপাল ম্যাচেও টস ভাগ সাথ দেয় রোহিত শর্মার। মেঘলা আবহাওয়ায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। কিন্তু শুরুটা ততটা ভালো হয়নি ভারতের। প্রথম ৫ ওভারে ৩টি ক্যাচ মিস করে ভারতীয় দল। ক্যাচ ফেলেন শ্রেয়স আইয়র, বিরাট কোহলি ও ইশান কিশান। যার খেসারতও দিতে হয়। এরপরই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন নেপালের দুই ওপেনার। অর্ধশতরানের পার্টনারশিপ করার পাশাপাশি প্রথম ১০ ওভারে ৬-এর বেশি রান রেটে ব্যাটিং করে নেপাল।

এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়লেও নেপালের ব্যাটাররা ভারতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। অর্ধশতরান করেন আসিফ সেইখ। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ৪৮ রানের ইনিংস খেলেন সোমপাল কামি। এই দুই ব্যাটারের প্রশংসা শোনা যায় ধারাভাষ্যকারদের গলাতেও। এছাড়া ২৯ রান করেন দীপেন্দ্র সিং আইরে ও ২৩ রান করেন গুলশান ঝাঁ। শেষে পর্যন্ত ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায় নেপাল।

আরও পড়ুনঃ Jasprit Bumrah: পুত্র সন্তানের বাবা হলেন জসপ্রীত বুমরাহ, ছেলের নামও জানিয়ে দিলেন তারকা পেসার

ভারতীয় বোলারদের যেভাবে মোকাবিলা করেছে নেপাল তা সত্যিই প্রশংসনীয়। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা। তবে সিরাজ সবথেকে বেশি ৬১ রানও খরচ করেন। এছাড়া একটি করে উইকেট পান মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর। জয়ের জন্য ভারতের টার্গেট ২৩১।

Tags: Asia Cup 2023, India, Live, Nepal, Team India

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here