Home খেলাধুলো ভারত-নেপাল ম্যাচেও বাধা বৃষ্টি, পাল্লেকেলেতে বন্ধ খেলা Asia Cup 2023 India vs Nepal Live Updates Rain Stops Play in Kandy Pallekele stadium sup

ভারত-নেপাল ম্যাচেও বাধা বৃষ্টি, পাল্লেকেলেতে বন্ধ খেলা Asia Cup 2023 India vs Nepal Live Updates Rain Stops Play in Kandy Pallekele stadium sup

ভারত-নেপাল ম্যাচেও বাধা বৃষ্টি, পাল্লেকেলেতে বন্ধ খেলা Asia Cup 2023 India vs Nepal Live Updates Rain Stops Play in Kandy Pallekele stadium sup

[ad_1]

ক্যান্ডি: ফের এশিয়া কাপে ভারতের খেলায় বাধা বৃষ্টি। পাকিস্তানের বিরুদ্ধে প্রতিযোগিতার প্রথম ম্যাচে ভারতীয় দলের ভেস্তে যায় বৃষ্টির জন্য।এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। নেপালের বিরুদ্ধে ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস ছিল হাওয়া অফিসের। আর সোমবারও বৃষ্টির কারণে নেপালের ইনিংসে ৩৮ তম ওভারে বন্ধ হয়ে যায় খেলা। খেলা বন্ধ হওয়ার সময় নেপালের স্কোর ৩৭.৫ ওভারে ৬ উইকেটে ১৭৮ রান।

পাকিস্তান ম্যাচের পর নেপাল ম্যাচেও টস ভাগ সাথ দেয় রোহিত শর্মার। মেঘলা আবহাওয়ায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। কিন্তু শুরুটা ততটা ভালো হয়নি ভারতের। প্রথম ৫ ওভারে ৩টি ক্যাচ মিস করে ভারতীয় দল। ক্যাচ ফেলেন শ্রেয়স আইয়র, বিরাট কোহলি ও ইশান কিশান। যার খেসারতও দিতে হয়। এরপরই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন নেপালের দুই ওপেনার। অর্ধশতরানের পার্টনারশিপ করার পাশাপাশি প্রথম ১০ ওভারে ৬-এর বেশি রান রেটে ব্যাটিং করে নেপাল।

এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়লেও নেপালের ব্যাটাররা ভারতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। অর্ধশতরান করেন আসিফ সেইখ। ৩৮ রান করেন কুশল ভুরটেল। গুলশন ঝাঁ করেন ২৩ রান। বৃষ্টি নামা পর্যন্ত ক্রিজে রয়েথেন দীপেন্দ্র সিং আইরে। ২৭ রানে অপরাজিত তিনি। এছাড়া সোমপাল কামি ১১ রানে অপরাজিত।

আরও পড়ুনঃ World Samosa Day 2023: সিঙাড়ার নাম শুনলে তো জিভে জল আসে, সিঙাড়ার ইংরেজি কী জানেন

প্রসঙ্গত, নেপালকে হারিয়ে ও ভারতের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়া ৩ পয়েন্ট নিয়ে সুপার ফোরে পৌছে গিয়েছে পাকিস্তান। ভারতের বর্তমান পয়েন্ট ১। আজকের ম্যাচ জিতলে ৩ পয়েন্ট নিয়ে ভারতও পৌছে যাবে সুপার ফোরে। আর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে ভারতের পয়েন্ট হবে ২ ও নেপালের ১। তা হলেও ভারতের সুপার ফোরে যাওয়ার ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না।

Tags: Asia Cup 2023, India, Live, Nepal

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here