Home খেলাধুলো ভারত-নেপাল ম্যাচে প্রধান ‘শত্রু’ বৃষ্টি! আজও কি ভেস্তে যাবে ম্যাচ, রইল ওয়েদার আপডেট Asia Cup 2023 India vs Nepal match Weather Update Rain Forecast During IND vs NEP clash at Kandy Pallekele stadium sup

ভারত-নেপাল ম্যাচে প্রধান ‘শত্রু’ বৃষ্টি! আজও কি ভেস্তে যাবে ম্যাচ, রইল ওয়েদার আপডেট Asia Cup 2023 India vs Nepal match Weather Update Rain Forecast During IND vs NEP clash at Kandy Pallekele stadium sup

ভারত-নেপাল ম্যাচে প্রধান ‘শত্রু’ বৃষ্টি! আজও কি ভেস্তে যাবে ম্যাচ, রইল ওয়েদার আপডেট Asia Cup 2023 India vs Nepal match Weather Update Rain Forecast During IND vs NEP clash at Kandy Pallekele stadium sup

[ad_1]

ক্যান্ডি: এশিয়া কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ ভারতের সামনে নেপাল। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার মুখোমুখি হবে দুই দেশ। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। ভারত পুরো ব্যাটিং করলেও এক বলও খেলার সুযোগ পায়নি বাবর আজমরা। ফলে সুপার ফোরের টিকিট পাকা করতে এই ম্যাচের দিকেই তাকিয়ে ভারতীয় দল ও ফ্যানেরা।

কিন্তু পাল্লেকেলের আবহাওয়া পূর্বাভাস নেপাল ম্যাচের আগেও খুব একটা ভাল সঙ্কেত দিচ্ছে না। এদিনে ম্যাচেও রয়ছে বৃষ্টির সম্ভাবনা। ক্যান্ডি থেকে আসা খবর ভারতীয় ভক্তদের জন্য খুব একটা ভালো নয়। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের মতো নেপালের বিপক্ষেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে। সোমবার সকালে পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। এমন পরিস্থিতিতে সকালেই বৃষ্টি হলে ম্যাচ শুরু হতে দেরি হতে পারে।

ভারতীয় সময় অনুযায়ী ভারত বনাম নেপাল ম্যাচ শুরু হবে দুপুর ৩টে থেকে। টস হওয়ার কথা ২.৩০-এ। AccuWeather-এর রিপোর্ট অনুযায়ী, ভারত-নেপাল ম্যাচে টসের সময় বৃষ্টির সম্ভাবনা ২২ শতাংশ পর্যন্ত বলা হয়েছে। এই সম্ভাবনা সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকবে। কিন্তু সন্ধ্যা থেকে বৃষ্টির সম্ভাবনা ৬৬ শতাংশ। ফলে খুব বেশি বৃষ্টি হলে এই ম্যাচও ভেস্তে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

আরও পড়ুনঃ ODI World Cup 2023: বিশ্বকাপের আগে বড় চিন্তা দূর হল ভারতের, স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট

প্রসঙ্গত, নেপালকে হারিয়ে ও ভারতের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়া ৩ পয়েন্ট নিয়ে সুপার ফোরে পৌছে গিয়েছে পাকিস্তান। ভারতের বর্তমান পয়েন্ট ১। আজকের ম্যাচ জিতলে ৩ পয়েন্ট নিয়ে ভারতও পৌছে যাবে সুপার ফোরে। আর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে ভারতের পয়েন্ট হবে ২ ও নেপালের ১। তা হলেও ভারতের সুপার ফোরে যাওয়ার ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না।

Tags: Asia Cup 2023, Cricket, India, Nepal, Rain Forecast, Weather Update

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here