Home খেলাধুলো ভারত-পাকিস্তান ম্যাচে বাধা বৃষ্টি, পঞ্চম ওভারেই বৃষ্টির কারমে বন্ধ খেলা Asia Cup 2023 India vs Pakistan Rain Stops Play between IND vs PAK clash in Pallekele International Cricket Stadium sup

ভারত-পাকিস্তান ম্যাচে বাধা বৃষ্টি, পঞ্চম ওভারেই বৃষ্টির কারমে বন্ধ খেলা Asia Cup 2023 India vs Pakistan Rain Stops Play between IND vs PAK clash in Pallekele International Cricket Stadium sup

ভারত-পাকিস্তান ম্যাচে বাধা বৃষ্টি, পঞ্চম ওভারেই বৃষ্টির কারমে বন্ধ খেলা Asia Cup 2023 India vs Pakistan Rain Stops Play between IND vs PAK clash in Pallekele International Cricket Stadium sup

[ad_1]

পাল্লাকেলেতে সূর্যের আলো বেশি সময় সাথ দিল না। পূর্বাভাস আগেই ছিল ভারত-পাকিস্তান ম্যাচে ভারি বৃষ্টির। এমনকী খেলা ভেস্তে যেতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রযেছে সেই আশঙ্কাও। কিন্তু ম্যাচ শুরুর আগে আকাশ পরিষ্কার হওয়ায় আশার আলো দেখা গিয়েছিল। কিন্তু হাওয়ার অফিসের ভবিষ্যৎবাণী সাময়িকভাবে ফলে গেল। ম্যাচের প্রথম ইনিংসের পঞ্চম ওভারেই। বৃষ্টির কারণে থমকে যায় খেলা। আম্পায়ারের নির্দেশে মাঠ ঢেকে দেওয়া হয়। বৃষ্টি নামা পর্যন্ত ভারতের স্কোর ৪.১২ ওভারে বিনা উইকেটে ১৫।

প্রসঙ্গত, মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিল টস ভাগ্য সাথ দেয় ভারতের। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত ভারতের। টস এই ম্যাচে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে আগেই বলেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেখানে টস ভারতের টস জেতা বাড়তি অ্যাডভান্টেজ বলে মনে করা হচ্ছে। ভারতীয় দল তিন পেসার নিয়ে খেলছে। কিন্তু দলে নেই মহম্মদ শামি। খেলছেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। এছাড়া দুই স্পিনার হলেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। ব্যাটিং লাইনে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ইশান কিশান ও হার্দিক পান্ডিয়া।

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়র, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), ইশান কিশান (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, ়মহম্মদ সিরাজ।

পাকিস্তানের প্রথম একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আঘা সলমন, ইফতিকার আহমেদ, শাদব খান, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ।

Tags: Asia Cup 2023, IND vs PAK, India Vs pakistan, Rain

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here