Home ব্লগবাজি ভ্রমণ ~ অদিতি চক্রবর্তী

ভ্রমণ ~ অদিতি চক্রবর্তী

ভ্রমণ     ~    অদিতি চক্রবর্তী
ভ্রমণ

পথের অতীতে ফিরি এসো
পাথর নরম ভেজা কংসাবতী
ভেতরে যদিবা আসে রোদের কুহক
ভাঙা ডালপালা দেখে থামাবে গতি।
ভাঁড়ারে মজুত আছে পাহাড়িয়া ধস
একা পড়ে থাকা ঘৃতকুমারীর বন
ধুলোভরা খালি পা, আইসক্রিম কাঠি
ননস্টিক ভ্রমণের সময় শাসন।
পথের অতীতে ফিরি এসো
করতলরেখা সাধ লিখেছিলো কবে--
দেখিনি ধ্বংসবালি,ফণিমনসারা
আগাছার বুকে মাথা রেখে নীরবে।
পাখিতে ঠুকরে খায় কথার মোড়ক
জীবনকে নিয়ে আসি জীবিতের ভিড়ে
অর্বুদে অর্বুদে জমে থাকা সাড়া
ছবিতে দিলাম তুলে আখরে আখরে।
            - অদিতি চক্রবর্তী:13/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here