Home খেলাধুলো মনে করাচ্ছেন ব্র্যাডম্যানকে, ছুয়েছেন গাভাসকরের রেকর্ড, বিশ্ব ক্রিকেটে আলোচনায় পাকিস্তানের শাকিল Pakistan news star Saud Shakeel after Don Bradman in minimum 10 innings batting average in Test cricket sup

মনে করাচ্ছেন ব্র্যাডম্যানকে, ছুয়েছেন গাভাসকরের রেকর্ড, বিশ্ব ক্রিকেটে আলোচনায় পাকিস্তানের শাকিল Pakistan news star Saud Shakeel after Don Bradman in minimum 10 innings batting average in Test cricket sup

মনে করাচ্ছেন ব্র্যাডম্যানকে, ছুয়েছেন গাভাসকরের রেকর্ড, বিশ্ব ক্রিকেটে আলোচনায় পাকিস্তানের শাকিল Pakistan news star Saud Shakeel after Don Bradman in minimum 10 innings batting average in Test cricket sup

[ad_1]

কলকাতা: স্বপ্নের শুরু বলতে যা বোঝায় তার থেকেও আরও কয়েক ধাপ এগিয়েই নিজের আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছেন পাকিস্তানের নতুন ব্যাটার সাউদ শাকিল। পাকিস্তান টেস্ট দলে বাবর আজম, শান মাসুদ, ইমাম উল হকদের ভিড়ে খুবই অল্প সময়ে নিজের আলাদা পরিচিতি তৈরি করে ফেলেছেন এই বাঁ হাতি ব্যাটার। মাত্র ৬টি টেস্ট ম্যাচ খেলেই সাউদ শাকিল ছুয়ে ফেলেছেন কিংবদন্তী সুনীল গাভাসকরের রেকর্ড। শুধু তাই নয়, ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন প্রয়াত কিংবদন্তী ডন ব্র্যাডম্যানের।

টেস্ট কেরিয়ারে প্রথম ১০ ইনিংসের রেকর্ড তুলনা করলে তিনি পিছনে ফেলে দিয়েছেন বিশ্বের তাবড় তাবড় তারকাদের। ন্যূনতম ১০ টেস্ট ইনিংস খেলা ক্রিকেটারদের মধ্যে এই মুহূর্তে ডন ব্র্যাডম্যানের পর সাউদ শাকিলের দ্বিতীয় সেরা টেস্ট গড় রয়েছে। নুন্যতম ১০ ইনিংসে প্রয়াত প্রাক্তন অজি কিংবদন্তী ব্যাটিং গড় ৯৯.৯৪। এটিই টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা গড়। সেখানে শাকিলের গড় ৯৮.৫০।

অপরদিকে, পাকিস্তানের হয়ে এখনও ৬টি টেস্টের প্রতিটিতেই অর্ধশতরান করেছেন সাউদ শাকিল। এর আগে এই কৃতিত্ব ছিল ভারতের সুনীল গাভাসকর সহ ওয়েস্ট ইন্ডিজের বাসিল বুচার, পাকিস্তানের সইদ আহমেদ ও নিউজিল্যান্ডের বার্ট সুটক্লিফের। সেই তালিকায় নবতম সংযোজন সাউদ শাকিল। এখনও পর্যন্ত ৬টি টেস্ট খেলে ৮১৮ রান করেছেন। ২টি শতরান, একটি দ্বিশতরান ও ৫টি অর্ধশতরান করে ফেলেছেন সাউদ শাকিল।

আরও পড়ুনঃ Who is India’s Richest and Poorest MLA: দেশের সবথেকে ধনী ও দরিদ্র বিধায়ক কে? বাংলার কতজন তালিকায়! তোলপার করা রিপোর্ট

২৭ বছরের টেস্ট অভিষেক হলেও একেবারে তরুণ ক্রিকেটারদের মত ব্যাট করছেন শাকিল। ঘণ্টার পর ঘণ্টা ক্রিজে কাটানো তাঁর কাছে যেন জলভাত। ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেটের নতুন সেনসেশনকে নিে আলোচনা শুরু হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্বে। ক্রিকেট বিশষজ্ঞরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন পাক তারকাকে। তবে প্রশংসার জোয়ারে গা না ভাসিয়ে এইভাবেই নিজের ব্যাটিং চালিয়ে যেতে চান সাউদ শাকিল।

Tags: Pakistan, Test Cricket

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here