Home আপডেট মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে বৈঠক এনসিপি প্রধান শরদ পওয়ারের, জোর জল্পনা

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে বৈঠক এনসিপি প্রধান শরদ পওয়ারের, জোর জল্পনা

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে বৈঠক এনসিপি প্রধান শরদ পওয়ারের, জোর জল্পনা

[ad_1]

এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের। বৃহস্পতিবার সন্ধ্যার এই বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে উঠলেও বিষয়টি টুইট করে খোলসা করে দেন পওয়ার।

গত বছর মহরাষ্ট্রের কংগ্রেস, শিবসেনা এবং এনসিপি জোট সরকারের পতনের পর এই প্রথম শিন্ডের সঙ্গে বৈঠক করলেন পওয়ার। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর টুইটারে পওয়ার লেখেন, মুম্বইয়ের মরাঠা মন্দিরের অমৃত মহোৎসব বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তিনি।

তবে আলোচনার বিষয় শুধুমাত্র আমন্ত্রণেই থেমে থাকেনি। মরাঠি ফিল্ম, থিয়েটার এবং শিল্প সেক্টরের শিল্পীদের সমস্যাগুলি জানার জন্য তাঁরা একটি সভা আয়োজনের বিষয়েও আলোচনা করেছেন। মরাঠিতে লেখা ওই পোস্টেই পওয়ার জানিয়েছেন, ওই সভা আয়োজনের বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে।

मराठा मंदिर, मुंबई संस्थेच्या अमृत महोत्सवी वर्धापन दिनानिमित्त वर्धापन सोहळ्याचे आयोजन संस्थेतर्फे करण्यात येणार आहे. संस्थेचा अध्यक्ष या नात्याने आज महाराष्ट्राचे माननीय मुख्यमंत्री श्री. एकनाथ शिंदे यांना या कार्यक्रमाला आमंत्रित करण्यासाठी वर्षा या त्यांच्या शासकीय… pic.twitter.com/Q6dSxeUMLR

— Sharad Pawar (@PawarSpeaks) June 1, 2023

সাক্ষাতের কথা টুইট করে জানিয়েছেন শিন্ডেও। বছর ঘুরলেই মহারাষ্ট্রে রাজ্যে বিধানসভা নির্বাচন। পাশাপাশি রয়েছে লোকসভা নির্বাচনও। স্বাভাবিক ভাবেই এনসিপি প্রধানের সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর এ হেন সাক্ষাৎ ঘিরে আলোচনা শুরু হয়েছে। তবে এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির যোগ নেই বলে দাবি করেছে শিন্ডের শিবসেনা শিবিরের জোটসঙ্গী বিজেপি।

राष्ट्रवादी काँग्रेस पक्षाचे राष्ट्रीय अध्यक्ष आणि खासदार @PawarSpeaks साहेब यांनी आज वर्षा या शासकीय निवासस्थानी उपस्थित राहून सदिच्छा भेट घेतली. pic.twitter.com/yXgemLRdsH

— Eknath Shinde – एकनाथ शिंदे (@mieknathshinde) June 1, 2023

আরও পড়ুন: শিন্ডের সংসারে ভাঙন! ফিরতে চান ২২ বিধায়ক ও ৯ সাংসদ, দাবি উদ্ধব গোষ্ঠীর

ধন্যবাদ প্রতিবেদনটি পড়ার জন্য, আপনার মতামত দিতে ভুলবেন না।



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here