Home খেলাধুলো মাত্র ১৩ বছরে জীবনে ইতি! অকালে চলে গেল বাইক রেসার শ্রেয়স, স্বপ্ন অধরাই রয়ে গেল 13 year old bike racer shreyas hareesh dies in racing accident

মাত্র ১৩ বছরে জীবনে ইতি! অকালে চলে গেল বাইক রেসার শ্রেয়স, স্বপ্ন অধরাই রয়ে গেল 13 year old bike racer shreyas hareesh dies in racing accident

মাত্র ১৩ বছরে জীবনে ইতি! অকালে চলে গেল বাইক রেসার শ্রেয়স, স্বপ্ন অধরাই রয়ে গেল 13 year old bike racer shreyas hareesh dies in racing accident

[ad_1]

আবারও দুঃসংবাদ৷ মাত্র ১৩ বছর বয়সেই অকালে চলে গেল তরতাজা প্রাণ৷ জাতীয় মোটরসাইকেল রেসিং চ্যাম্পিশনশিপে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কোপারাম শ্রেয়স হরিশের৷ শনিবার মাদ্রাজ ইন্টারন্যাশনাল সার্কিটে আয়োজিত প্রতিযোগিতায় বিরাট দুর্ঘটনার মুখে পড়ে শ্রেয়স৷

ছোটবেলা থেকে বড্ড বেশি ভালবাসা ছিল মোটর সাইকেল রেসিংয়ের সঙ্গে৷ আর এই গতি-ই কিনা কেড়ে নিল শ্রেয়সের জীবন৷ সদ্য শুরু হয়েছে তৃতীয় রাউন্ডের প্রতিযোগিতা৷ তার মধ্যেই এই অঘটন ঘটে৷ পোল পজিশন পাওয়ায় নিজের অবস্থান থেকে রেস শুরু করেছে শ্রেয়স৷ প্রথম বাঁক নেওয়ার সময়েই পিছলে যায় শ্রেয়সের বাইক৷ সঙ্গে সঙ্গেই ছিটকে পড়ে মাথার হেলমেট খুলে যায়৷ তার থেকে সামান্য দূরে থাকা আরেক প্রতিযোগীও নিজের বাইকের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে শ্রেয়সের মাথার উপর দিয়ে বাইকের চাকা চলে যায়৷ মুহূর্তের মধ্যে প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয় এবং শ্রেয়সকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

আরও পড়ুন-একমুঠো নয়, রাতে শুতে যাওয়ার আগে মুখে দিন ৫-১০টি, ওজন কমবে হুড়মুড়িয়ে

আরও পড়ুন-খাবার হয়ে যাবে বিষ! রান্নার সময় এই ভুল না এড়ালেই চরম সর্বনাশ, বাড়বে মারণ রোগের ঝুঁকি

হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা শ্রেয়সকে মৃত বলে ঘোষণা করে৷ এই ঘটনার পর মাদ্রাজ ইন্টারন্যাশনাল সার্কিট কর্তৃপক্ষ গতকাল ও রবিবারের সমস্ত প্রতিযোগিতা বাতিল করে দেয়৷ মর্মান্তিক এই অকাল মৃত্যুর ঘটনায় সকলেই শোকাহত৷ সপ্তম শ্রেণির ছাত্র শ্রেয়স গত মাসেই ১৩ বছর পূর্ণ করেছে৷ এই বয়সেই জাতীয় স্তরের প্রতিযোগিতার তার দক্ষতা সকলের নজর কেড়েছিল৷ ২০২১ সালে প্রথম মোটর সাইকেল রেসিংয়ে নেমেছিল শ্রেয়স৷ মাত্র ২ বছরের মধ্যেই একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল শ্রেয়স৷ চোখ বিরাট স্বপ্ন ছিল শ্রেয়সের, তবে তা আর পূরণ হল না অধরাই রয়ে গেল৷

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here