Home আপডেট মিলল না উচ্চ শিক্ষা দফতরের অনুমতি, বাতিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক

মিলল না উচ্চ শিক্ষা দফতরের অনুমতি, বাতিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক

মিলল না উচ্চ শিক্ষা দফতরের অনুমতি, বাতিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক

[ad_1]

অবশেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক বাতিল করল কর্তৃপক্ষ। সিন্ডিকেট বৈঠক ডাকা নিয়ে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে আপত্তি জানানো হয়েছিল। সেক্ষেত্রে বৈঠক অবৈধ বলে জানিয়েছিল উচ্চশিক্ষা দফতর। তারপরেই দফতরের কাছে সিন্ডিকেট বৈঠকের অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিল বিশ্ববিদ্যালয়। কিন্তু, উচ্চশিক্ষা দফতরের তরফে কোনও সাড়া না মেলায় শেষ পর্যন্ত এই বৈঠক এখনই না করার সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইভাবে রাজ্য সরকারের আপত্তিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতির বৈঠক বাতিল হয়েছিল।

আরও পড়ুন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে আপত্তি, চিঠি দিল উচ্চ শিক্ষা দফতর

কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে সিন্ডিকেট বৈঠক হচ্ছে না সে বিষয়টি স্পষ্ট করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস। তিনি জানিয়েছেন, উচ্চশিক্ষা দফতরকে বেশ কয়েকবার আবেদন জানানো হয়েছিল। কিন্তু, তাতে কোনও সাড়া না মেলায় এখন বৈঠক করা হচ্ছে না। কলকাতা বিশ্ববিদ্যালয়কে সিন্ডিকেট বৈঠক নিয়ে আপত্তি জানানোর পরে এ বিষয়ে উচ্চশিক্ষা দফতরের কাছে বেশ কয়েকবার আবেদন জানিয়েছিল কর্তৃপক্ষ। যদিও কিছুদিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক হয়েছিল। সেক্ষেত্রে উচ্চশিক্ষা দফতরের কোনও অনুমতি নেওয়া হয়নি। তখনও বৈঠক না করার জন্য বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছিল উচ্চ শিক্ষা দফতর। জানা গিয়েছে ,সেক্ষেত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে বৈঠক করার জন্য উচ্চশিক্ষা দফতরের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। শেষ পর্যন্ত উচ্চ শিক্ষা দফতরের নির্দেশ ছাড়াই বৈঠক হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এবার বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে সিন্ডিকেট বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠক হওয়ার কথা ছিল আজ মঙ্গলবার। তবে তার আগে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের তরফে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দিয়ে জানানো হয়েছিল, এই বৈঠক করা হলে আইন ভঙ্গ করা হবে। নিয়ম অনুযায়ী, উপাচার্য ছাড়া এই বৈঠক কেউ ডাকতে পারে না। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে স্থায়ী উপাচার্য নেই। ফলে অস্থায়ী উপাচার্য এই বৈঠক ডাকতে পারেন না । অন্যদিকে, তৃণমূলের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনও বৈঠক না করার জন্য বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছিল।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here