Home ব্লগবাজি মুখোমুখি ~ অতনু দত্ত

মুখোমুখি ~ অতনু দত্ত

মুখোমুখি    ~    অতনু দত্ত
মুখোমুখি
****************************


আর কি তেমন করে মুখোমুখি হই আজকাল?
বাজারের থলে হাতে, নয়তো আপিস বাসে, চায়ের দোকানে
একঘেয়ে জীবনের নামতা আউড়ে চলা অনামী সকাল,
কেবল ভুলিয়ে রাখে। খবরের কাগজেতে লেখা থাকে জীবনের মানে।

মুখোমুখি হলে পরে চিনতে পারার কথা আসে।
ইদানীং মাঝে মাঝে না চেনার রোগ ধরে, অভিমানি বাহানাও কত।
এড়িয়ে যাওয়ার কিছু গলি ঘুঁজি দেখেছি দু পাশে,
কত কাজ! চুলে রঙ অভ্যেসের মেলামেশা সৎসঙ্গ লক্ষীর ব্রত।

কখনো ভাবতে বসি বলব কি চোখে চোখ রেখে।
পুরনো দিনের কথা? কৈশোরের চপলতা? দেব খুলে আক্ষেপের ঝাঁপ…
কখনো তো মনে হয় পেরিয়েছি সে সময় দেখে,
এখন হবেই বা কি আসল সময়ে ফাঁকি। শুধু করে শখের বিলাপ।

যখনি ভীষণ একা, তবু তুমি সামনে দাঁড়াও।
তোমার প্রশ্নবাণে আলুথালু, জুবুথুবু।  বুঝে নাও যত ভুল ও মাফ
কত যে করেছি দোষ, জানে কেউ নিজেকে ছাড়াও?
চানঘরে আয়নাতে ছবিটা মেটাতে গেলে, চাই বহু বাস্পের ভাপ।

অতনু দত্তঃ১০/০৬/২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here