Home আপডেট মোটরবাইক–ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ, বিজয়া দশমীর দিন মর্মান্তিক মৃত্যু যুবকের

মোটরবাইক–ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ, বিজয়া দশমীর দিন মর্মান্তিক মৃত্যু যুবকের

মোটরবাইক–ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ, বিজয়া দশমীর দিন মর্মান্তিক মৃত্যু যুবকের

[ad_1]

আজ, বিজয়া দশমী। দুর্গাপুজো শেষের পর এখন প্রতিমা নিরঞ্জনের পালা। তা নিয়ে ব্যস্ত সব পুজো কমিটি। তার মধ্যেই আজ, মঙ্গলবার দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পূর্ব মেদিনীপুরের তমলুক এলাকার রাজ্য সড়কে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে। ম্যাটাডোরের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যুবকের। এই ঘটনা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে। দুর্গাপুজোর মরশুমে বেশ কয়েকটি পথ দুর্ঘটনা ঘটেছে। শহর থেকে জেলা কোথাও বাদ নেই পথ দুর্ঘটনা। এবার দুর্গাপুজোর শেষেও পথ দুর্ঘটনা অব্যাহত রইল।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ এদিকে আজ, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ তমলুক শ্রীরামপুর রাজ্য সড়ক দিয়ে আসছিল ম্যাটাডোর। আর উল্টোদিক থেকে মোটরবাইক নিয়ে এগোচ্ছিলেন ওই যুবক। ম্যাটাডোরটি মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সজোরে ধাক্কা মারে মোটরবাইকে। আর তাতেই ছিটকে পড়ে যুবক রাস্তায়। রক্তাক্ত অবস্থাতেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে খবর। সাওতানচক এলাকায় এই ঘটনাটি ঘটায় আলোড়ন পড়ে গিয়েছে। এই এলাকার উপরই রয়েছে রাজ্য সড়ক। সেখান দিয়েই দ্রুত গতিতে চলছিল ম্যাটাডোর। সেটাই নিয়ন্ত্রণ হারাতে এমন মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটল।

তারপর ঠিক কী ঘটল?‌ এই পথ দুর্ঘটনার পর রাজ্য সড়ক রক্তে ভেসে যায়। তখন ওই যুবককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে। এই পথ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সরব হন পুলিশের উপরে। তবে পুলিশের আশ্বাসে তাঁরা সরে যান। এই ঘটনায় কেউ ছাড়া পাবে না বলে আশ্বাস দিয়েছে পুলিশ। এখানে আগেও পথ দুর্ঘটনা ঘটেছে। তারপরও কেন উদ্যোগ নেওয়া হয়নি?‌ এই প্রশ্ন তুলে সোচ্চার হন মানুষজন।

আরও পড়ুন:‌ অন্তঃসত্ত্বাকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিল মানবিক পুলিশ, স্বস্তির নিঃশ্বাস ফেলল পরিবার

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, একটি মোটরবাইক আরোহী নিমতৌড়ির দিক থেকে শ্রীরামপুরের দিকে যাচ্ছিল। আর উল্টোদিক থেকে একটি ম্যাটাডোর আসছিল। ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিকে থেকে আসা ম্যাটাডোর সজোরে ধাক্কা মারে। তখনই ঘটনাস্থলে মৃত্যু হয় মোটরবাইক আরোহীর। নিহত যুবকের নাম মৃন্ময় বেরা। তাঁর বাড়ি নন্দকুমারের বাবুলপুর এলাকায়। পথ দুর্ঘটনায় জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তখন ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here