Home আপডেট ‘মোদী হ্যায় তো মুশকিল হ্যায়…’, নিরাপত্তা ইস্যুতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ অধীররঞ্জন চৌধুরীর

‘মোদী হ্যায় তো মুশকিল হ্যায়…’, নিরাপত্তা ইস্যুতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ অধীররঞ্জন চৌধুরীর

‘মোদী হ্যায় তো মুশকিল হ্যায়…’, নিরাপত্তা ইস্যুতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ অধীররঞ্জন চৌধুরীর

[ad_1]

নয়াদিল্লি: সংসদে নিরাপত্তার ফাঁকফোকর নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। নতুন সংসদ ভবনে দু’জনের ঢুকে পড়া এবং তাণ্ডবের ঘটনায় সরগরম হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। এই ঘটনায় অভিযুক্ত সকলকে গ্রেফতার করে তদন্ত শুরু হয়েছে। তবে বিরোধীরা নিরাপত্তার ত্রুটি নিয়ে সরকারকে কোণঠাসা করতে ব্যস্ত। এর রেশ ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীর। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘মোদী হ্য়ায় তো মুশকিল হ্যায়…’।

বহরমপুরের সাংসদ অধীর বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীই সংসদের নেতা। তাঁর উচিত এখানে এসে নিরাপত্তার ত্রুটির বিষয়ে বক্তৃতা করা। কিন্তু এখন আমরা বলতে পারি মোদী থাকলে মুশকিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে এসে বিবৃতি দিয়েছেন, কিন্তু তাঁর উচিত ছিল আগে এক বার আমাদের ডাকা’।

কংগ্রেস সাংসদ বলেন, ‘দিল্লি পুলিশের আধিকারিকরা শীতকালীন অধিবেশনের আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কোথাও না কোথাও কোনো ভাবে সংসদে এমন হামলার তথ্য পাওয়া গেছে অনেক আগেই’।

সংসদের নিরাপত্তা নিয়ে বিরোধীদের প্রশ্ন তোলা প্রসঙ্গে তিনি বলেন, ‘সংসদে প্রশ্ন করা আমাদের কর্তব্য। আপনি যদি আমাদেরকে অভিযুক্ত করেন এবং বলেন যে আমরা এটা নিয়ে রাজনীতি করছি, তা হলে ধরে নিতে হয়, সরকার সম্মিলিত ভাবে সাধারণ মানুষের উদ্বেগ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে’।

একইসঙ্গে অধীরের প্রশ্ন, প্রধানমন্ত্রী কি এখনও কোনো মন্তব্য করেছেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচিত প্রধানমন্ত্রীকে সংসদের আচরণ ব্যাখ্যা করা। এখন সংসদের শীতকালীন অধিবেশন চলছে এবং বিরোধীরা হাউসে নিরাপত্তাহীনতার প্রসঙ্গ তুলেছে।

গত ১৩ ডিসেম্বর (বুধবার) সংসদ ভবনে অনুপ্রবেশের ঘটনা ঘটে। দুপুর ১টা নাগাদ সভা চলাকালীন আচমকাই দর্শক আসন থেকে নীচে ঝাঁপ মারেন দুই যুবক। একের পর এক বেঞ্চ টপকে স্পিকারের দিকে এগোনোর চেষ্টা করেন তাঁরা। জুতো থেকে রংবোমা বার করে ছোড়েন। ঘন হলুদ ধোঁয়ায় ঢেকে যায় লোকসভার মূল অধিবেশন কক্ষের একাংশ। তারপরে সংসদ মুলতবি করা হয়। তবে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে সংসদে বিরোধীরা এ ইস্যুতে লাগাতার স্লোগান দিচ্ছে।

আরও পড়ুন: সংসদে ব্যাপক হট্টগোল, লোকসভার ৫ কংগ্রেস সদস্য, রাজ্যসভার তৃণমূল সদস্য ডেরেক ও’ ব্রায়েন সাসপেন্ড

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here