Home খেলাধুলো মোহনবাগানের সিনিয়র দলই খেলবে ডুরান্ডের ডার্বি, কতটা তৈরি ইস্টবেঙ্গল?

মোহনবাগানের সিনিয়র দলই খেলবে ডুরান্ডের ডার্বি, কতটা তৈরি ইস্টবেঙ্গল?

মোহনবাগানের সিনিয়র দলই খেলবে ডুরান্ডের ডার্বি, কতটা তৈরি ইস্টবেঙ্গল?

[ad_1]

কলকাতা: প্রথমে ঠিক ছিল ১১ আগস্ট কলকাতা ডার্বি হবে ডুরান্ড কাপে। কিন্তু তা পিছিয়ে করা হচ্ছে একদিন পর অর্থাৎ ১২ তারিখে। মোহনবাগান সিনিয়র দল খেলাবে কিনা একটা প্রশ্ন ছিল। তার কারণ ওই সময় এএফসি কাপ ম্যাচ আছে সবুজ মেরুনের। তবে সূত্র থেকে জানা গিয়েছে ১২ তারিখ ডুরান্ড কাপের ডার্বি খেলতে অসুবিধে নেই মোহনবাগানের। অর্থাৎ তারা চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলর বিরুদ্ধে মাঠে নামতে তৈরি।

মনে করা যেতেই পারে হুয়ান ফেরান্ডো এবং তার দলবল সঠিক সময় চলে আসবে কলকাতায়। পুরো মাত্রায় অনুশীলন শুরু করে দেবে সিনিয়র মোহনবাগান সুপার জায়ান্ট দল। গতবছর ডুরান্ড কাপে ডার্বিতে এক গোলে জিতেছিল মোহনবাগান। তাও সেটা ছিল ইস্টবেঙ্গলের সুমিত প্যাসির আত্মঘাতী গোল। এবার অবশ্য আগের থেকেও শক্তিশালী দল সবুজ মেরুনের।

Leading at the break at our home ground on a Sunday afternoon! Joy Mohun Bagan! 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/OBw071jL56

— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 16, 2023

Tags: Durand Cup, Mohun Bagan



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here