Home খেলাধুলো মোহনবাগান সিনিয়র দলের কোচ হুয়ান ফেরান্ডো চেয়েছেন কলকাতা লিগকে সিড়ি বানিয়ে সাপ্লাই লাইন তৈরি করতে

মোহনবাগান সিনিয়র দলের কোচ হুয়ান ফেরান্ডো চেয়েছেন কলকাতা লিগকে সিড়ি বানিয়ে সাপ্লাই লাইন তৈরি করতে

মোহনবাগান সিনিয়র দলের কোচ হুয়ান ফেরান্ডো চেয়েছেন কলকাতা লিগকে সিড়ি বানিয়ে সাপ্লাই লাইন তৈরি করতে

[ad_1]

কলকাতা: দুই বছর পর কলকাতা লিগে প্রত্যাবর্তনেই এক গ্রুপে রয়েছে ময়দানের দুই প্রধান মহমেডান এবং মোহনবাগান। পাশাপাশি ইউনাইটেড স্পোর্টস, ডায়মন্ডহারবার এফসির মতো নাছোড়বান্দা প্রতিপক্ষের বিরুদ্ধেও লড়তে হবে সবুজ-মেরুন ব্রিগেডকে। ১৩৩ বছর পেরিয়েও ক্লাবের গরিমা আকাশছোঁয়া। ভারতের প্রথম শ্রেণির সব ট্রফিই মোহনবাগানের ক্যাবিনেটে রয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টানা ৮ টি ডার্বিতে হারানোর ঈর্ষণীয় সাফল্য রয়েছে সবুজ-মেরুনের।

মোট ৩০বার লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। কোচ বাস্তব রায়ের মন্তব্য: সাপ্লাই লাইন গড়ে তুলতে রিজার্ভ দলকে খেলানো হবে। প্রচুর প্রতিভাবান ফুটবলার রয়েছে। দ্রুত জলকাদার মাঠের সঙ্গে মানিয়ে নিতে হবে টাইসন-সোহেলদের। সমর্থকদের প্রত্যাশা পূরণে চেষ্টার খামতি থাকবে না। নৈহাটির স্টেডিয়ামে দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে সেই ম্যাচ।

Building up to our CFL opener 💪#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/rY5JnbXu3s

— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 2, 2023

Tags: Mohun Bagan



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here