Home ব্লগবাজি রক্তক্ষরণ ~ সুচেতনা সেন

রক্তক্ষরণ ~ সুচেতনা সেন

রক্তক্ষরণ     ~   সুচেতনা সেন
রক্তক্ষরণ ~
*******************************

এই সন্ধ্যেটায় আমি ছাদে আসি -
গোল লাল চাঁদ নীল মেঘ ছেঁড়া আকাশে ;
সন্ধ্যার শাঁখ বাজে ঘরে ঘরে  - পাছে দেরি হয় এই ভেবে ফোন করি ;
রাস্তার আলোগুলো জ্বলে উঠেছে - পাশের বাড়ির
জানালা কার্ণিশ ছুঁয়ে টিকটিকির আনাগোনার মতো ;
নারকেল পাতাগুলো নড়ছে ক্লান্ত হাওয়ায় -
সন্ধ্যার মিয়ানো হাতপাখা যেন স্যাঁতসেতে শরীরে উদাসী বাতাস ছোঁয় -
চেনা বাজার মাঠ ঘাট চৌকাঠ খিড়কি সময়ের সহজ বয়ে চলা  -
পূর্নিমার চাঁদ বিষণ্ণ ম্রিয়মান একলা আকাশে অপেক্ষায় প্রহর গোনা শুরু করে ;
তোর সাথে কথা বলা ঘোর অপমান লজ্জা জেনেও
ক্যাকটাস কাঁটায় বিদ্ধ হয়ে সুখী হতে চায় এ হৃদয় প্রতি রক্তক্ষরণে -
সত্যনারায়ন পূজা পাঠ কাঁসর ঘন্টা থামে ওই বাড়িতে -
দুপা হেঁটে যাই দীর্ঘশ্বাস পিছে ফেলে ;
এটাই জীবন হাত পা শক্ত করে বাঁধা
ছিন্ন মস্তকে হাঁটি মাঝে মাঝে নিয়তির চরম নিষ্ঠুরতায় ;
সিঁড়ি বেয়ে নীচে নামি -
সেখানে  অপেক্ষা ঘরোয়া বাতাস আমার  -
চায়ের কাপ ,বাজারের ব্যাগ ,গল্প ভালোলাগা ;
কাজে জীবনে বাজার কোলাহলে মিশে যাই আবার -
আবার আমোঘ দিন দোলাচল ;
তোর ফোন আসে শতবার মরে বেঁচে উঠি ;কুঁড়ে খায়
শুধুই বিষাদ -মরণ -মরু- ক্যাকটাস -হৃদয়ের অনাবিল রক্তক্ষরণ ।

সুচেতনা সেন: 09/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here