Home আপডেট রাজার দেশে সংসদীয় নির্বাচন হতে চলেছে, নিরাপত্তার স্বার্থে ভারত–ভুটান গেট বন্ধ

রাজার দেশে সংসদীয় নির্বাচন হতে চলেছে, নিরাপত্তার স্বার্থে ভারত–ভুটান গেট বন্ধ

রাজার দেশে সংসদীয় নির্বাচন হতে চলেছে, নিরাপত্তার স্বার্থে ভারত–ভুটান গেট বন্ধ

[ad_1]

আজ, রবিবার বাংলাদেশে সাধারণ নির্বাচন। ইতিমধ্যেই আঁটোসাঁটো নিরাপত্তায় শুরু হয়েছে নির্বাচন। সেখানে টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। আবার রাজার দেশে ভোট আসছে। অর্থাৎ ভুটানে নির্বাচন। তাই এখানেও সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নেমে পড়েছে সেখানকার নিরাপত্তা কর্মীরা। নাকা চেকিং থেকে শুরু করে টহলদারি বাড়ানো হয়েছে। বাড়তি নিরাপত্তা কর্মী নামানো হয়েছে ভুটানের সব রাস্তায়। ভোটগ্রহণ কেন্দ্রকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সুতরাং রাজার দেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশে শুরু হয়েছে কড়াকড়ি।

এদিকে ভুটানে রাজা দেশের প্রধান হলেও এখানে কিছুদিন আগে সংসদীয় গণতন্ত্র চালু হয়েছে। যা মানুষ চেয়েছিলেন। সেই ইচ্ছার বাস্তব রূপায়ন এখানে দেখা যাচ্ছে। এবার সেখানে ভোটের মধ্যে দিয়ে সরকার নির্বাচিত হবে। কারা দেশ চালাবে?‌ এই প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে নির্বাচনের পথ ধরে। এখানে মঙ্গলবার অর্থাৎ আগামী ৯ জানুয়ারি ভোট। ভুটান পার্লামেন্টের ভোটগ্রহণ হবে ৯ তারিখ। তাই আজ সেখানে নির্বাচন নিয়ে নানা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তুঙ্গে উঠেছে ব্যস্ততা। আর এই নির্বাচনের জেরে সোমবার ৮ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ভুটানে যাতায়াতের সমস্ত গেট বন্ধ রাখা হবে।

কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে?‌ অন্যদিকে ভারত থেকে প্রত্যেকদিন বহু মানুষজন ভুটানে কাজের খোঁজে আসেন। আবার ভুটানিরাও নানা কারণে ভারতে আসেন। সুতরাং এই যাতায়াত লেগেই রয়েছে। ভুটানের সঙ্গে ভারতের একটা সুন্দর সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান। বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করতে পাসপোর্ট ও ভিসা লাগে। কিন্তু ভারতের সঙ্গে এত ভাল সম্পর্ক যে ভুটানের ক্ষেত্রে নিয়ম খাটে না। এখানে ভারতীয় হিসাবে পরিচয়পত্র থাকলেই হল। তাতেই অবাধ যাতায়াত করা যায়। শুধুমাত্র পরিচয়পত্র দেখিয়েই দুই দেশে নাগরিকরা যাতায়াত করতে পারেন। নির্বাচনের সময় তাই কড়াকড়ি করা হচ্ছে।

আরও পড়ুন:‌ উৎসবমুখর দিনে কলকাতার পছন্দ জনস্রোতই, তৃতীয় বছরও সবচেয়ে নিরাপদ শহর

আর কী জানা যাচ্ছে?‌ আজ, রবিবার বাংলাদেশে চলছে নির্বাচন। তাই সাজ সাজ রব ভারত–বাংলাদেশ এবং ভারত–ভুটান সীমান্তে। সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে বিশেষ করে চৌকিগুলিতে। রবিবার ৭ জানুয়ারি হরতালের মধ্যেই বাংলাদেশে শুরু হয়েছে ভোটগ্রহণ। ইতিমধ্যেই দুই দেশে যাতায়াতের সমস্ত গেটে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। গতকাল থেকেই মানুষজনের যাতায়াত এবং আমদানি–রফতানিও বন্ধ রাখা হয়েছে ৭ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত। তারপর আবার স্বাভাবিক হয়ে যাবে নিয়ম। তবে ভুটানের নির্বাচন নিয়েও একই পথ অবলম্বন করা হচ্ছে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here