Home খেলাধুলো রিংকু সিয়ের সব স্বপ্ন ছারখার! ভারতীয় দল ঘোষণা, টি-২০ টিমে বাংলার পেসার

রিংকু সিয়ের সব স্বপ্ন ছারখার! ভারতীয় দল ঘোষণা, টি-২০ টিমে বাংলার পেসার

রিংকু সিয়ের সব স্বপ্ন ছারখার! ভারতীয় দল ঘোষণা, টি-২০ টিমে বাংলার পেসার

[ad_1]

কলকাতা: অনেকেই ভেবেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় টি-২০ দলে সুযোগ পাবেন রিংকু সিং। এমনকী রিংকু সিং ও তাঁর পরিবারের লোকজনও হয়তো স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। সেই স্বপ্ন ভেঙে চুরমার।

আইপিএলে দুরন্ত পারফর্ম করা রিংকু সিং ঘরোয়া ক্রিকেটে নেমে হোঁচট খান। সেন্ট্রাল জোনের হয়ে দলীপ ট্রফিতে খেলতে নেমে দুই ইনিংসে আহামরি রান পাননি। তখনই আবার অনেকে ভেবেছিলেন, তাঁর এই অফ ফর্ম বিপদ ডেকে আনতে পারে। বাস্তবে হলও তাই।

রিংকু সিংকে অনেক প্রাক্তন ভারতীয় দলের জার্সি গায়ে দেখতে চেয়েছিলেন। তবে টিম ম্যানেজমেন্ট হয়তো মনে করছে, রিংকুকে এত তাড়াতাড়ি ভারতীয় ড্রেসিংরুমে ঢুকতে দেওয়াটা তাড়াহুড়ো হয়ে যেতে পারে।

আরও পড়ুন- বিরাট কোহলির পাশে এই বৃদ্ধকে চেনেন? ইনি কিংবদন্তি, ৬ বলে ৬টি ছক্কা মেরেছিলেন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ দল ঘোষণা করল বিসিসিআই। সেই দলে ঠাঁই হল না রিংকু সিংয়ের।

উইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল: হার্দিক পান্ডিয়া, (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিশান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, আর্শদীপ সিংহ, উমরান মালিক, আবেশ খান এবং মুকেশ কুমার।

বাংলার পেসার মুকেশ কুমার সুযোগ পেয়েছেন দলে। অজিত আগরকর এখন প্রধান নির্বাচক। তিনি দায়িত্ব পাওয়ার পরের দিনই ভারতের টি-টোয়েন্টি দল বেছে নিলেন।

আরও পড়ুন- গোটা স্টেডিয়াম গাইছে বন্দে মাতরম, গায়ের রোম খাঁড়া হয়ে যাবে! দেখুন সেই ভিডিও

ওয়েস্ট ইন্ডিজে ভারতের ক্রীড়াসূচি:

টেস্ট সিরিজ: ১২-১৬ জুলাই (ডোমিনিকা) এবং ২০-২৪ জুলাই (ত্রিনিদাদ)।

এক দিনের সিরিজ: ২৭ ও ২৯ জুলাই (বার্বাডোজ) এবং ১লা অগাস্ট (ত্রিনিদাদ)।

টি-টোয়েন্টি সিরিজ: ৩ অগাস্ট (ত্রিনিদাদ), ৬ ও ৮ জুলাই (গায়ানা), ১২ এবং ১৩ জুলাই (ফ্লোরিডা)।

Tags: India vs West indies, Rinku Singh, T20

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here