Home খেলাধুলো লর্ডসে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের গালি-গায়ে হাত! তোলপার ভাইরাল ভিডিও, ক্ষমা চাইল এমসিসি Ashes 2023 England vs Australia Viral Video of Verbal brawl of Usman Khawaja and David Warner with England fans at Lords create Controversy sup

লর্ডসে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের গালি-গায়ে হাত! তোলপার ভাইরাল ভিডিও, ক্ষমা চাইল এমসিসি Ashes 2023 England vs Australia Viral Video of Verbal brawl of Usman Khawaja and David Warner with England fans at Lords create Controversy sup

লর্ডসে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের গালি-গায়ে হাত! তোলপার ভাইরাল ভিডিও, ক্ষমা চাইল এমসিসি Ashes 2023 England vs Australia Viral Video of Verbal brawl of Usman Khawaja and David Warner with England fans at Lords create Controversy sup

[ad_1]

লর্ডস: পরপর দুটি টেস্ট জিতে ৫ ম্যাচের অ্যাসেজ সিরিেজে ২-০ লিড নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টের পর লর্ডসে দ্বিতীয় টেস্টেও রুদ্ধশ্বাস জয় পায় ব্যাগি গ্রিনরা। ৪৩ রানে জয় পায় প্যাট কামিন্সের দল। ম্যাচ জিতলেও লর্ডস টেস্ট ঘিরে তৈরি হল তুমুল বিতর্ক। প্রথমে জনি বেয়ারস্টোর রান আউট। যা মেনে নিতে পারেননি ইংল্যান্ড ফ্যানেরা। তারপর পঞ্চম দিন ম্যাচের মধ্যাহ্ন বিরতিতে লর্ডসের লংরুমে এমসিসির সদস্যদের সঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের তুমুল ঝগড়া। অজি ক্রিকেটারদের গায়ে হাত ও গালি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। বিতর্কে জড়িয় পড়েন উসমান খোয়াজা ও ডেভিড ওয়ার্নার। ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় পরে ক্ষমাও চায় এমসিসি। তদন্তের দাবি জানিয়েছে অস্ট্রেলিয়া।

যাবতীয় বিতর্কের সূত্রপাত পঞ্চম দিনে জনি বেয়ারস্টোর আউটকে ঘিরে। ক্যামেরন গ্রিনের একটি বল খেলেই কোনওদিকে না তাকিয়েই বেন স্টোকসের সঙ্গে কথা বলতে ক্রিজ থেকে বেরিয়ে যান বেয়ারস্টো। সেইসময় স্টাম্প করে দেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স ক্যারে। আম্পায়ারের অনুমতি না নিয়ে ও নির্দিষ্ট সময়ের আগেই বেরিয়ে যাওয়ায় ক্রিকেটের নিয়মে আউট দেওয়া হয় বেয়ারস্টোকে। আম্পায়ার দীর্ঘক্ষণ যাবতীয় পরিস্থিতি বিচার করে আউটের সিদ্ধান্ত নেন।

কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ইংরেজ ফ্যানেরা। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের স্পোর্টস ম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন তোলেন তারা। মাঠেই তুমুল ব্যাঙ্গের শিকার হতে হয়ে অজিদের। এরপর লাঞ্চের সময় লর্ডসের লং রুমে এমসিসির সদস্যরাও বিদ্রুপ করেন অস্ট্রেলিয়া ক্রিকেটারদের। সেই সময় উসমান খোয়াজার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন এক প্রবীণ এমসিসি সমর্থক ও আরও কয়েক জন। ডেভিড ওয়ার্নারও তখন জড়িয়ে পড়ে ঝামেলায়।

Usman Khawaja was pulled back by security after speaking to one the members inside the long room 😳

🗣️ “I’ve NEVER seen scenes like that!” pic.twitter.com/2RnjiNssfw

— Sky Sports Cricket (@SkyCricket) July 2, 2023

Tags: Controversy, David Warner, England vs Australia, Lords Test, Viral Video



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here