Home ব্লগবাজি শরীরকথা ~ হরিৎ বন্দ্যোপাধ্যায়

শরীরকথা ~ হরিৎ বন্দ্যোপাধ্যায়

শরীরকথা   ~    হরিৎ বন্দ্যোপাধ্যায়
শরীরকথা
----------------

শরীর ছিল শরীর ঘরে বন্দি হয়ে
তোমার জন্য শরীর এসে বলল কথা
শরীরকথায় জড়িয়ে থাকে
ছড়িয়ে থাকে পাহাড় এবং টিলার কথা
লুকিয়ে ছিল শরীর-ঘরে গুপ্ত গুহা
তোমার হাতেই হল আমার হাতেখড়ি ।

তোমার জন্য শরীর জুড়ে বন্যা এল
দারুণ জলে ভেসে গেল কলসি ভাঙা,
আধপেটা ভাত, কষ্ট কষ্ট দুঃখ কথা ।

বারুদ ঘরে এখন আমরা নিত্য থাকি ।

                 হরিৎ বন্দ্যোপাধ্যায়:03/06/2017

                ******************

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here