Home খেলাধুলো শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে ২ বড় পরিবর্তন! সাতে সাত লক্ষ্য টিম ইন্ডিয়ার ODI World Cup 2023 India vs Sri Lanka Indian Team may make Big Changes in IND vs SL match in ODI World Cup 2023 sup

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে ২ বড় পরিবর্তন! সাতে সাত লক্ষ্য টিম ইন্ডিয়ার ODI World Cup 2023 India vs Sri Lanka Indian Team may make Big Changes in IND vs SL match in ODI World Cup 2023 sup

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে ২ বড় পরিবর্তন! সাতে সাত লক্ষ্য টিম ইন্ডিয়ার ODI World Cup 2023 India vs Sri Lanka Indian Team may make Big Changes in IND vs SL match in ODI World Cup 2023 sup

[ad_1]

মুম্বই: চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র ভারতীয় দলেরই একশো শতাংশ ম্যাচ জেতার রেকর্ড। জয়ের ছক্কা হাঁকানোর পর ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। ২ নভেম্বর বৃহস্পতিবার সপ্তম ম্যাচে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে এই ম্যাচ। জিততে পারলেই সেমি ফাইনালের টিকিট একশো শতাংশ নিশ্চিৎ হয়ে যাবে ভারতের।

২০১১ সালে মুম্বইতেই বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। তবে বর্তমান শ্রীলঙ্কা দল ও ২০১১ সালের দলের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। এই বিশ্বকাপে ইতিমধ্যেই শেষ চারে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছে শ্রীলঙ্কার। অপরদিকে, ভারতের টার্গেট সাতে সাত। লঙ্কান লায়ন্সদের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জল্পনা। কারণ শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে রিজার্ভ বেঞ্চের একাধিক প্লেয়ার আসতে পারে প্রথম একাদশে।

নিউজিল্যান্ড ম্যাচেj উইনিং কম্বিনেশন ইংল্যান্ড ম্যাচে ভাঙেনি রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়রা। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে সম্ভাবনা রয়েছে মিডল অর্ডারে পরিবর্তনের। শ্রেয়স আইয়ারকে শ্রীলঙ্কা ম্যাচে দলের বাইরে থাকতে হতে পারে। প্রথম ৬টি ম্যাচে সুযোগ পেলেও নিজেকে খুব একটা প্রমাণ করতে পারেননি। পাকিস্তান ম্যাচে ৫৩ রানের স্কোর ছাড়া কোনও উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই। ৬ ম্যাচে তাঁর মোট রান ১৩৪। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে শ্রেয়স আইয়ারের পরিবর্তে সুযোগ পেতে পারেন ঈশান কিশান। সাম্প্রতিক সময়ে সীমিত সুযোগ নিজেকে বারবার প্রমাণ করেছেন ঈশান। শ্রীলঙ্কা ম্যাচে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

এছাড়া ভারতীয় দলের বোলিং অর্ডারে একটি পরিবর্তন হতে পারে। বিশ্বকাপে এখনও পর্যন্ত নিজের চেনা ছন্দে পাওয়া যায়নি তারকা পেসার মহম্মদ সিরাজকে। ফলে তাঁকে বিশ্রাম দিতে পারে দল। সিরাজকে যদি বসানো হয় সেই জায়গায় দলে সুযোগ পেতে পারেন শার্দুল ঠাকুর বা রবিচন্দ্রন অশ্বিন।

আরও পড়ুনঃ ICC World Cup 2023 Points Table: সেমিফাইনালের আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে পারে ভারত! কোন অঙ্কে? রইল হিসেব

এক ঝলকে দেখে নিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার / ঈশান কিশান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ / শার্দুল ঠাকুর / রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

Tags: IND vs SL, India vs Sri Lanka, Indian Team, ODI World Cup 2023

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here