Home আপডেট সন্দেশখালি ইস্যুতে মুখ্যমন্ত্রী–রাজ্যপাল কথা, রিপোর্ট–সহ তলব স্বরাষ্ট্রসচিব, ডিজিকে

সন্দেশখালি ইস্যুতে মুখ্যমন্ত্রী–রাজ্যপাল কথা, রিপোর্ট–সহ তলব স্বরাষ্ট্রসচিব, ডিজিকে

সন্দেশখালি ইস্যুতে মুখ্যমন্ত্রী–রাজ্যপাল কথা, রিপোর্ট–সহ তলব স্বরাষ্ট্রসচিব, ডিজিকে

[ad_1]

সন্দেশখালি কাণ্ডে আগেই রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার উপর রাজভবনে এসে দেখাও করতে বলেন। এবার একসঙ্গে দুটোই করতে নির্দেশ দিলেন রাজ্যপাল। অর্থাৎ রিপোর্ট এবং সাক্ষাৎ দুটো বিষয় একসঙ্গে করতে বলেছেন তিনি। তাছাড়া ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে তাঁর। রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলা হচ্ছে। এই ঘটনার তদন্ত চলছে। রিপোর্ট হাতে পেয়েই তদন্তের পরবর্তী ধাপ করা হবে বলে ইঙ্গিত দেন রাজভবনের বাসিন্দা।

এদিকে সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে ধরতে গিয়ে ইডি অফিসার–সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেধড়ক মার খেয়েছিলেন। আর তাতেই ক্ষুব্ধ হন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশিত হয়নি। তার আগেই তিনি এই ঘটনাকে প্রাক–নির্বাচনী হিংসা বলে দাগিয়ে দিয়েছেন। আর রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপি’‌র কাছ থেকে রিপোর্ট তলব করেছেন। এই ঘটনার রিপোর্ট নিয়ে রাজ্য প্রশাসনের দুই আধিকারিককে দেখা করতে বলেছেন রাজ্যপাল। সেই দেখা করার জন্য স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপি সময় চেয়েছেন। এই বিষয়ে সিভি আনন্দ বোস বলেছেন, ‘‌তাঁরা আমার কাছ থেকে সময় চেয়েছে। আমি তাঁদেরকে সময় দেবো বলেছি। এই ঘটনার বিস্তারিত রিপোর্ট নিয়ে আমার সঙ্গে দেখা করতে বলেছি।’‌

অন্যদিকে পুলিশকে রাজ্যপাল নির্দেশ দিয়েছেন অবিলম্বে শেখ শাহজানানকে গ্রেফতার করতে। কিন্তু কোথায় এখন শাহজাহান?‌ আপাতত ফাঁকা তাঁর বসতভিটে। তাঁর প্রাসাদোপম বাড়িতে শুধু এসে ঘুরে যাচ্ছে চড়ুই পাখিরা। এখন কোথায় রয়েছেন সন্দেশখালির শেখ শাহজাহান?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইডি অবশ্য মনে করছে তৃণমূল কংগ্রেস নেতা পালিয়েছেন বাংলাদেশে। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। তবে গোপন ডেরা থেকে শনিবারই অডিয়ো বার্তা দিয়েছেন তিনি। আর রাজ্যপাল বলেছেন, ‘‌আমি সমস্ত ঘটনার উপর নজর রাখছি এবং নিজে বিশ্লেষণ করছি। সঠিক সময়ে আপনাদের জানাব।’‌

আরও পড়ুন:‌ রাজার দেশে সংসদীয় নির্বাচন হতে চলেছে, নিরাপত্তার স্বার্থে ভারত–ভুটান গেট বন্ধ

আর আক্রান্ত তিন ইডির অফিসারদের মধ্যে অঙ্কুর গুপ্তা নামে এক আধিকারিক শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শনিবার দুপুরে বসিরহাট জেলা পুলিশ ডিএসপি সানন্দা গোস্বামী সল্টলেকের বেসরকারি হাসপাতালে আসেন। বেরনোর সময় তিনি জানান, জখম ইডি অফিসাররা এখন ভাল আছেন। তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। তবে সন্দেশখালির কাণ্ডের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কী কথা হয়েছে, সে ব্যাপারে মুখ খুলতে রাজি হননি রাজ্যপাল। তিনি বলেন, ‘‌এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কী কথা হয়েছে, তা যথাসময়ে আমি প্রকাশ্যে আনব। আমরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখছি।’‌

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here