Home ব্লগবাজি সন্ধ্যেটা ~ সুচেতনা সেন

সন্ধ্যেটা ~ সুচেতনা সেন

সন্ধ্যেটা    ~    সুচেতনা সেন
সন্ধ্যেটা ~
*********************


সন্ধ্যেটা খুঁটোয় বাঁধা গরুর মতো মাথা নাড়তে লাগল
আর আমি দুয়ারে বসে পা দোলাচ্ছি
রাস্তার গায়ে জানালাটা খোলা -
লোকটার শরীর যেন পাখির রোমশ নীড়ে ডিমের
মতো অসহায় অনুতাপহীন ;
শুধু নিজের সঙ্গে যুদ্ধে আজ আমি রক্তাক্ত রণক্লান্ত
অন্ধকার আকাশে একটা একটা তারা ফুটছে
ওরা বেড়াতে গেছে পাহাড়ে ; উঠোনে পেঁপে পাতার মাথায় একটা দমকা হওয়া
সামান্য শিতল করে গেল ;
লেখা গুলো নির্বাক হবার সাধ সেধেছে -
আগুন ক্ষত ভিতরে ভিতরে বেড়ে চলেছে -
খুঁটোয় বাঁধা সন্ধ্যেটা ছাড়া পেতে চায় -
তবু
পায়ের নীচে হাওয়া এসে আদর করে যায়
না হাঁটতে হবে হাঁটি -
আরো রক্তাক্ত হতে চাই ;
একদিন ভলক্যানোর উত্তাপ এ শরীরে সয়ে যাবে ।
জানি । আমিও কংক্রীট ।
সেইদিন কোন উপাসনা গৃহের ইট হয়ে
প্রদীপের আলোয় দুচোখ ভাসাব ।

                         ...সুচেতনা সেন : 26/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here