Home খেলাধুলো সাফ ফাইনালে আজ ভারত বনাম কুয়েত

সাফ ফাইনালে আজ ভারত বনাম কুয়েত

সাফ ফাইনালে আজ ভারত বনাম কুয়েত

[ad_1]

বেঙ্গালুরু: ভারতীয় ফুটবল দলের সামনে আজ আবার একটা বড় সুযোগ। সুনীল ছেত্রীর সামনে আজ আবার মেসি এবং রোনাল্ডোকে তাড়া করার প্ল্যাটফর্ম। গ্রুপ পর্বে কুয়েতের বিরুদ্ধে অধিনায়ক সুনীল ছেত্রীর গোলে লিড নিয়েও জিততে ব্যর্থ হয়েছিল ভারত। শেষলগ্নের আত্মঘাতী গোলে ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল স্টিমাচ ব্রিগেডকে। ফাইনালে অবশ্য জিতেই মাঠ ছাড়তে মরিয়া ‘মেন ইন ব্লু’।

ম্যাচের ২৪ ঘণ্টা আগে ট্রফি নিয়ে ফোটোসেশনে হাজির ছিলেন দুই দলের কোচ ও ফুটবলাররা। এরপর সাংবাদিক সম্মেলনে মহেশ গাউলি জানান, ‘অতীতে মাত্র এক সপ্তাহের প্রস্তুতিতে ম্যাচ খেলতে হতো। তবে এবার টানা পঞ্চাশ দিনের বেশি সময় ফুটবলাররা একসঙ্গে রয়েছে। ফলে বোঝাপড়া অনেকটাই বেড়েছে। কমেছে চোট আঘাতের প্রবণতাও। ফাইনালের আগে অবশ্যই এটা স্বস্তির।

তবে কুয়েত যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। গ্রুপ পর্বে সামান্য ভুলে জয় হাতছাড়া হয়েছিল। ফাইনাল পুরোপুরি ভিন্ন লড়াই। আশা করছি, ছেলেরা সেরাটা মেলে ধরতে সফল হবে।’ গত ১৩ বারের মধ্যে ৮ বার চ্যাম্পিয়ন। এরমধ্যে অধিকাংশ জয়ই এসেছে ৯০ মিনিটের লড়াইয়ে। তবে মঙ্গলবার স্যাফ কাপের ফাইনালে টুর্নামেন্টের ইতিহাসে কঠিনতম ফাইনাল খেলতে নামছে ভারত।

FINAL TRAINING SESSION 🔥💙

Coach @stimac_igor and the #BlueTigers put the finishing touches to their preparations for the FINAL last night 💪🏽👏🏽

TIME TO GO OUT AND WIN THIS 🏆

Full video 👉🏽 #KUWIND #IndianFootball pic.twitter.com/62xIdYpZNE

— Indian Football Team (@IndianFootball) July 4, 2023

Tags: Indian Football, Sunil Chhetri



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here