Home খেলাধুলো সামনেই ‘ডেডলাইন’! এখনও অনিশ্চিৎ অনেকেই, বিশ্বকাপের দল গঠন নিয়ে চাপ বাড়ছে ভারতের ODI World Cup 2023 Indian Team management under pressure because ICC Cricket World Cup squad submission deadline end on 5th September sup

সামনেই ‘ডেডলাইন’! এখনও অনিশ্চিৎ অনেকেই, বিশ্বকাপের দল গঠন নিয়ে চাপ বাড়ছে ভারতের ODI World Cup 2023 Indian Team management under pressure because ICC Cricket World Cup squad submission deadline end on 5th September sup

সামনেই ‘ডেডলাইন’! এখনও অনিশ্চিৎ অনেকেই, বিশ্বকাপের দল গঠন নিয়ে চাপ বাড়ছে ভারতের ODI World Cup 2023 Indian Team management under pressure because ICC Cricket World Cup squad submission deadline end on 5th September sup

[ad_1]

কলকাতা: আর ২ মাস বাকি ভারতের মাটিতে শুরু হতে চলা একদিনের ক্রিকেট বিশ্বকাপের। ঘোষিত সূচি অনুযায়ী ৫ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকে কাঠি পড়তে চলেছে আইসিসি ওডিআই বিশ্বকাপের ২০২৩-এর। বিশ্বকাপ উপলক্ষ্যে ভারতের নির্ধারিত স্টেডিয়ামগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশ্বকাপ শুরুর দিনের মতই এগিয়ে আসছে অংশগ্রহণ করতে চলা ১০টি দেশের মূল স্কোয়াড জমা দেওয়ার দিনও। যার ফলে সবথেকে বেশি সমস্যা বাড়ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের উপর।

আইসিসির নিয়ম অনুযায়ী ওডিআই বিশ্বকাপে অংশ নিতে চলা ১০টি দলের বিশ্বকাপের জন্য স্কোয়াড জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অগস্ট। তবে প্রতিটি দলকে আরও সাত দিনের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। অর্থাৎ ৫ সেপ্টেম্বর হল চূড়ান্ত সময় বিশ্বকাপের স্কোাড জমা দেওয়ার জন্য। কিন্তু ভারতীয় দলের একাধিক প্রধান প্লেয়ার এখনও পুরোপুরি ফিট নয়। চোট সারিয়ে দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে বোঝা যাবে তিনি কতটা ফিট বিশ্বকাপের জন্য।

আরও পড়ুনঃ Knowledge Story: শুধু ভারত-বাংলাদেশ নয়, আরও একটি দেশের সরকারি ভাষা বাংলা, বলুন তো দেখি

অপরদিকে, বুমরাহ ফিট হলেও কেএল রাহুল ও শ্রেয়স আইয়রের এখনও ফিট সার্টিফিকেট আসেনি। চোট সারিয়ে অনুশীলন শুরু করলেও তারা আদৌ কবে ফিরতে পারবেন তা এখনও নিশ্চিৎ নয়। এশিয়া কাপের দলে এই দুই ক্রিকেটারের থাকার সম্ভাবনা নিয়েও রয়েছে জল্পনা। এশিয়া কাপের মাঝেই দল জমা দেওয়ার তারিখ। ফলে রাহুল ও শ্রেয়স এশিয়া কাপে না খেলতে পারলে তাদের বিশ্বকাপের দলে রাখাটাও ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে বিশ্বকাপের স্কোয়াড জমা দেওয়া নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের চাপ ক্রমশ বাড়ছে তা বলাই যায়।

Tags: ICC cricket world cup, Indian Team, ODI world cup 2023

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here