Home খেলাধুলো সুনীল ছেত্রীর ভারত আর ট্রফির মধ্যে দাঁড়িয়ে লেবানন! কলিঙ্গ যুদ্ধে প্রস্তুত টিম ইন্ডিয়া

সুনীল ছেত্রীর ভারত আর ট্রফির মধ্যে দাঁড়িয়ে লেবানন! কলিঙ্গ যুদ্ধে প্রস্তুত টিম ইন্ডিয়া

সুনীল ছেত্রীর ভারত আর ট্রফির মধ্যে দাঁড়িয়ে লেবানন! কলিঙ্গ যুদ্ধে প্রস্তুত টিম ইন্ডিয়া

[ad_1]

ভুবনেশ্বর: আজ রাতে বড় পরীক্ষার সামনে সুনীল ছেত্রীর ভারতীয় ফুটবল দল। বেশ কঠিন লড়াই হতে চলেছে ব্লু টাইগারদের জন্য। কলিঙ্গ স্টেডিয়ামে রবিবার সন্ধ্যায় ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে লেবাননের বিরুদ্ধে নামছে ভারত। প্রাক্তন সতীর্থের বিরুদ্ধে মর্যাদার লড়াই লড়বেন সুনীলদের ক্রোট কোচ ইগর স্টিমাচ। গোটা টুর্নামেন্টে রোটেশন পদ্ধতি অনুসরণ করেই ফুটবলারদের খেলিয়েছেন জাতীয় কোচ।

প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ২-০ গোলে হারিয়েছিল ভারত। ভানুয়াতুর বিপক্ষে অধিনায়ক সুনীল ছেত্রীর গোল উতরে দিয়েছিল দলকে। লেবাননের বিরুদ্ধে শেষ সাক্ষাৎ গোলশূন্যভাবে শেষ হয়েছিল। রহিম আলি, অনিরুদ্ধ থাপারা সিটার নষ্ট না করলে জিতেই মাঠ ছাড়তে পারত ‘মেন ইন ব্লুজ’। তবে ফাইনালের আগে কোনওরকম নেতিবাচক ভাবনা শিবিরের ধারেকাছে ঘেঁষতে দিতে রাজি নন ক্রোট কোচ। স্টিমাচ বলেছেন, ছেলেরা গোলের সুযোগ তৈরি করছে।

এটাই স্বস্তির বিষয়। রক্ষণ শক্তিশালী রাখতে পারলে গোল তুলে নিতে সমস্যা হবে না। ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে দু’ধাপ এগিয়ে রয়েছে লেবানন (৯৯)। শুধু কন্টিনেন্টাল কাপেই নয়, আমন্ত্রিত দেশ হিসেবে স্যাফ কাপেও অংশ নেবেন তাঁরা। বাগিচা শহরে উড়ে যাওয়ার আগে ট্রফি জিতে বাড়তি আত্মবিশ্বাস জোগাড় করে নিতে মরিয়া টিম ইন্ডিয়া। পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে কন্টিনেন্টাল কাপের প্রথম বছরেই কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

9️⃣ Days
6️⃣ Matches
4️⃣ Teams
1️⃣ 🏆

IT’S TIME TO ROAR LOUD 🔊 AND PAINT BHUBANESWAR BLUE 💙 FOR THE #HEROINTERCONTINENTALCUP FINAL 🏆🤩#BlueTigers 🐯 #INDLBN #IndianFootball ⚽️ pic.twitter.com/ZeYlBemDss

— Indian Football Team (@IndianFootball) June 18, 2023

Tags: Indian Football, Sunil Chhetri



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here