Home আপডেট সুব্রত মুখোপাধ্যায় সরণি হবে কলকাতার রাজপথে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

সুব্রত মুখোপাধ্যায় সরণি হবে কলকাতার রাজপথে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

সুব্রত মুখোপাধ্যায় সরণি হবে কলকাতার রাজপথে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

[ad_1]

রাজ্যের প্রাক্তন পঞ্চায়েতমন্ত্রী প্রয়াত হয়েছেন। কিন্তু তাঁকে একটুও ভোলেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একডালিয়া এভারগ্রীণ দুর্গাপুজো যিনি বিখ্যাত করে তুলেছিলেন তিনি প্রয়াত হয়েছেন। হ্যাঁ, তিনি প্রাক্তন মেয়র এবং মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আর এই সুব্রত মুখোপাধ্যায় যিনি কলকাতায় গতি এনেছিলেন এবার তাঁর নামে তৈরি হবে রাস্তা বা সরণি। আজ, সোমবার বিকেলে ভার্চুয়াল মাধ্যমে একডালিয়া এভারগ্রীণের দুর্গাপুজোর উদ্বোধন করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সে কথা ঘোষণা করলেন। একডালিয়ার দুর্গাপুজোর উদ্বোধনে সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় আবেগে ভাসলেন মুখ্যমন্ত্রী।

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সুব্রত দা এখানের সকল মানুষের হৃদয়ে রয়েছে। আমাদের মধ্যেই রয়েছে সুব্রত দা। আর আজ মুখ্যমন্ত্রী বলেন, ‘‌সুব্রতদা যেখানেই থাকুক, আমাদের আওয়াজ ঠিক গিয়ে পৌঁছচ্ছে তাঁর কাছে। আপনি আবার আমাদের মধ্যে জন্মগ্রহণ করুন। আমাদের মধ্যে ফিরে আসুন।’‌ আসলে মুখ্যমন্ত্রীর খুব কাছের মানুষ ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। দুর্গাপুজোর উদ্বোধনে একডালিয়ার মণ্ডপে উপস্থিত ছিলেন সুব্রতবাবুর স্ত্রী ছন্দবাণী দেবী। তিনি এবার এই পুজোর প্রেসিডেন্ট। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় আবেগঘন হয়ে পড়েন। আসলে একটা পারিবারিক সম্পর্ক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

কেমন ছিলেন প্রয়াত নেতা?‌ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিক জীবনে একটি বড় অংশ জুড়ে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস গঠনের বহু আগে থেকেই। কংগ্রেসের সময় থেকে সেই সম্পর্ক পারিবারিক দাদা–বোনের মতো ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভীষণ স্নেহ করতেন সুব্রত মুখোপাধ্যায়। আজ, সোমবার একডালিয়া এভারগ্রীণের দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘‌সুব্রতদার মুখটা দেখলে খুব কষ্ট হয়। হাসিমুখটা খুব মিস করি। প্রত্যেকবার বলত কী রে আমায় কবে সময় দিবি? কীভাবে লোকটা এত তাড়াতাড়ি চলে গেল!’‌

আরও পড়ুন:‌ হঠাৎ পড়ে গেলেন তৃণমূল বিধায়ক, বিধানসভায় অধিবেশনের সময় অসুস্থ হয়ে হাসপাতালে

আর কী বললেন মুখ্যমন্ত্রী?‌ একডালিয়ার দুর্গাপুজোর পুরনো দিনগুলির কথা মনে পড়ে যায় মুখ্যমন্ত্রীর। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌প্রত্যেকবার মায়ের সামনে নিয়ে গিয়ে আমায় শাড়ি দিত। একডালিয়া তাঁর জীবন ছিল। চারদিন আড্ডা মারত। সুব্রতদা আমায় দেখলেই আমায় মায়ের মন্ত্র বলতে বলতেন। আমি যাব বৌদি। আমার পায়ে চোট আছে। ভাল হলেই যাব। আগামী দিনে সুব্রত মুখোপাধ্যায়ের নামে একটি রাস্তা বানিয়ে দেওয়া হবে।’‌

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here