Home বিনোদন সুশান্ত সিং রাজপুতের পরিণতি হত রাহুলের, কেন এই বিস্ফোরক মন্তব্য অভিনেতার?

সুশান্ত সিং রাজপুতের পরিণতি হত রাহুলের, কেন এই বিস্ফোরক মন্তব্য অভিনেতার?

সুশান্ত সিং রাজপুতের পরিণতি হত রাহুলের, কেন এই বিস্ফোরক মন্তব্য অভিনেতার?

[ad_1]

প্রকাশ্যে এসেছে ‘আবার প্রলয়’–র ট্রেলার। রাজ ও শুভশ্রীর ড্রিম প্রোজেক্ট। এই ছবির মাধ্যমেই শুভশ্রীর হাতে খড়ি হচ্ছে প্রযোজক হিসেবে।

তবে প্রত্যেকটি জিনিসই প্রশংসিত হয়েছে কেবলমাত্র ধর্মগুরুর ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী -র লুক ছাড়া। অনেকেই বলতে শুরু করেছেন যে, ‘স্যাক্রেড গেমস ২’-তে পঙ্কজ ত্রিপাঠীর লুক হুবহু নকল করা হয়েছে এইখানে। এই নিয়ে খোঁচা দিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

পড়ুন: পিছিয়ে গেল ‘অ্যানিমাল’ ছবি মুক্তির দিন, কবে মুক্তি পাবে ছবিটি?

রাজ চক্রবর্ত্তীর নাম না করে রাহুল লিখেছিলেন, ‘যে একদা কপি করিত আজও কপি করে, শুধু তামিল ছেড়ে স্যাক্রেড গেমস এর পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে, এটাই যা’। ওই পোস্টে কারোর নাম না নিলেও রাহুল যে রেখেঢেকে বলার মানুষ নন সেটা তিনি স্পষ্ট করে দিলেন সাম্প্রতিক সাক্ষাৎকারে।

রাহুল জানিয়েছেন, ‘একদমই ঠিক যে রাজের সঙ্গে আমি কাজ শুরু করেছিলাম। যেটা মুক্তি পেয়েছিল ২০০৮ সালের ১৫ অগাস্ট।

কিন্তু এরপর রাজ্যের এক বহুল প্রচলিত সংবাদপত্রে আমায় নিয়ে খুবই খারাপ কথা বলে রাজ। ও বলে রাহুলের মতো খারাপ মানুষ হয় না। ওকে যে সুযোগ দিয়েছি তার জন্য আমি লজ্জিত। ওর মতো বাজে ছেলে আমি দেখিনি। আমার বাবা তখনও বেঁচে। আমার একটা পরিবার রয়েছে। বন্ধুবান্ধব-আত্মীয়স্বজন রয়েছে। সকলেই সেইদিন ওই সাক্ষাৎকারটা পরেছিল।‘

রাহুল আরও বলেন, ‘আমার বাবা তখনও জীবিত ছিলেন। রাজের ওই সাক্ষাৎকার, মন্তব্য তার পরিবারে ঝড় বইয়ে দিয়েছিল। রাহুল বলেন, তিনি তখন সবেমাত্র কেরিয়ার শুরু করেছেন। সেই  সময়ে প্রিয়াঙ্কা, তার বাবা, মা যদি তার পাশে না থাকত তাহলে হয়তও টলিউডও সুশান্ত সিং রাজপুতের মতো একটা ঘটনার সাক্ষী থাকত।

ছবি- ইন্সটাগ্রাম 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here