Home খেলাধুলো সূর্যর ব্যাটিং তাণ্ডব ও কুলদীপের ভেলকি, তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারয়ে জয়ে ফিরল ভারত India vs West Indies 3rd T20 highlights Team India Beat West Indies by 7 wickets and 13 balls left in IND vs WI 3rd T20 sup

সূর্যর ব্যাটিং তাণ্ডব ও কুলদীপের ভেলকি, তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারয়ে জয়ে ফিরল ভারত India vs West Indies 3rd T20 highlights Team India Beat West Indies by 7 wickets and 13 balls left in IND vs WI 3rd T20 sup

সূর্যর ব্যাটিং তাণ্ডব ও কুলদীপের ভেলকি, তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারয়ে জয়ে ফিরল ভারত India vs West Indies 3rd T20 highlights Team India Beat West Indies by 7 wickets and 13 balls left in IND vs WI 3rd T20 sup

[ad_1]

গায়ানা: টি-২০ ক্রিকেটে যে ফর্মে ভারতীয় দলকে দেখতে অভ্যস্ত ফ্যানেরা অবশেষে সেই ছন্দে ফিরল টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ২ ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ভারতের। সেখান থেকে ঘুড়ে দাঁড়ানো ছাড়া কোনও উপায় ছিল না। তৃতীয় ম্যাচে ভারতীয় দল শুধু ঘুড়ে দাঁড়াল না, প্রতিপক্ষকে কার্যত দুরমুশ করে অনায়াস জয় পেল মেন ইন ব্লু। সৌজন্যে সূর্যকুমার যাদবের ব্যাটিং তাণ্ডব, তিলক বর্মার ধারাবাহিক পারফরম্যান্স ও কুলদীপ যাদবের স্পিনের ভেলকি। ৭ উইকেটে ম্যাচ জিতে সিরিজ ২-১ করল টিম ইন্ডিয়া।

তৃতীয় ম্যাচে গায়ানাতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল। ব্র্যান্ডন কিং ও কাইল মেয়ার্স শুরুটা ভালো করে। অর্ধশতরানের পার্টনারশিপও করেন তারা। ব্র্যান্ডন কিং করেন ৪২ ও কাইল মেয়ার্স ২৫। কিন্তু তারপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ২ ম্যাচে দারুণ ফর্মে থাকা নিকোলাস পুরান এই ম্যাচে ২০ রানে আউট হন। শেষের দিকে অধিনায়ক রভম্যান পাওয়েলের ১৯ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রানের লড়াকু টোটাল করে ক্যারিবিয়ানরা। তৃতীয় ম্যাচে দলে ফিরেই ৩ উইকেট নিয়ে ফের ভেলকি দেখান কুলদীপ যাদব।

১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৩৪ রানের মধ্যে দুই ওপেনাপ যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল সাজঘরে ফেরতে যান। কিন্তু এদিন নিজের চেনা ফর্মে ফেরেন সূর্যকুমার যাদব। ভারতীয় দলের টি-২০ স্পেশালিস্ট ব্যাটার কার্যত তাণ্ডব চালান। তাকে যোগ্য সঙ্গ দেন প্রথম দুই ম্যাচে দারুণ পারফর্ম করা তিলক বর্মা। ঝড়ে গতিতে দলের স্কোর এগিয়ে নিয়ে যান তারা। অর্ধশতরানের পার্টনারশিপও করেন। নিজের ব্যক্তিগত অর্ধশতরানও করেন সূর্যকুমার যাদব। ১২১ রানে তৃতীয় উইকেট পড়ে ভারতের। ৪৪ বলে ৮৩ রানের ইনিংস খেলে আউট হন ‘স্কাই’।

আরও পড়ুনঃ Knowledge Story: কোন প্রাণীর বমি কোটি-কোটি টাকায় বিক্রি হয়? বলুন তো দেখি, উত্তর দিতে ব্যর্থ অনেকেই

এরপর ক্রিজে আসেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ঠান্ডা মাথায় তিল বর্মার সঙ্গে দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যান। প্রথম ম্যাচে যে ভুল করেছিল ভারতীয় দল তা এদিন দেখা যায়নি। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত। ৩৭ বলে ৪৯ করে অপরাজিত থাকেন তিল বর্মা ও ১৫ বলে ২০ রান করে ক্রিজে ছিলেন হার্দিক পান্ডিয়া। এই জয়ের ফলে জমে গেল সিরিজ। ভারতের আগামি দুটো ম্যাচও মরণ-বাঁচন। তবে এদিনেপ জয় থেকে আত্মবশ্বাস অনেকটাই ফিরে পেল টিম ইন্ডিয়া।

Tags: Ind vs WI, India vs West indies, T20, Team India

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here