Home খেলাধুলো হঠাৎ কেন দেশে ফেরানো হল মহম্মদ সিরাজকে, কী হল তারকা পেসারের india vs west indies 1st odi Indian Pacer Mohammed Siraj rested for ODI series against West Indies sup

হঠাৎ কেন দেশে ফেরানো হল মহম্মদ সিরাজকে, কী হল তারকা পেসারের india vs west indies 1st odi Indian Pacer Mohammed Siraj rested for ODI series against West Indies sup

হঠাৎ কেন দেশে ফেরানো হল মহম্মদ সিরাজকে, কী হল তারকা পেসারের india vs west indies 1st odi Indian Pacer Mohammed Siraj rested for ODI series against West Indies sup

[ad_1]

বার্বাডোজ: সামনেই দেশের মাটিতে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে যে সকল ক্রিকেটাররা বিশ্বকাপের দলে থাকতে পারেন তাদের ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট করছে বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল মহম্মদ সিরাজ। টেস্টে দলের পেস অ্যাটাককে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু একদিনের সিরিজে সিরাজ দলে থাকলেও তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে দেশে ফিরছেন মহম্মদ সিরাজ।

বিশ্বকাপের আগে এশিয়া কাপ, অস্ট্রলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ রয়েছে। এই দুটি সিরিজে বিশ্বকারপের জন্য নির্বাচিত চূড়ান্ত দলকেই খেলানোর পরিকল্পনা বিসিসিআইয়ের। সেই কারণেই মহম্মদ সিরাজ ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের দলে থাকা সত্ত্বেও তাঁকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও জানা গিয়েছে সিরাজের গোড়ালিতে হাল্কা চোট রয়েছে। সেই চোট গুরুতর না হলেও কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই। সেই জন্য তাঁকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল টিম। কয়েক দিন বিশ্রামে থাকলেও চোটমুক্ত হয়ে যাবেন সিরাজ।

আরও পড়ুনঃ IND vs WI 1st ODI: কোহলি-রোহিত-জাদেজার কাছে সূবর্ণ সুযোগ, ওয়েস্ট ইন্ডিজের বিরদ্ধে ওডিআই সিরিজে গড়তে পারেন বিরাট নজির

মহম্মদ সিরাজ চলে আসায় একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় পেস অ্যাটাককে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকবে শার্দুল ঠাকুর ও জয়দেব উনাদকাটের উপর। এছাড়াও দলে রয়েছে বাংলার ক্রিকেটার মুকেশ কুমার, উমরান মালিক, হার্দিক পান্ডিয়ারা। ফলে প্রথম একদিনের ম্যাচে ভারতীয় পেস অ্যাটাকের কম্বিনেশন কী হয় সেটা দেখার। দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছিল মুকেশ কুমারের। ২ উইকেট নিয়েছিলেন তিনি। এবার সাদা বলের ক্রিকেটে মুকেশের অভিষেক হয় কিনা সেটাই দেখার।

Tags: India vs West indies, Indian, Mohammed Siraj, ODI

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here