হতদরিদ্র মুচি, আয়কর এর নোটিস ১০ লাখ টাকার !!

হতদরিদ্র মুচি, আয়কর এর নোটিস ১০ লাখ টাকার !!

ওয়েব ডেস্কঃ ৪ঠা এপ্রিল- গুজরাটের জুনাগড়ের মজুমদার গেট এলাকাতেই দিনের বেশিরভাগ সময়টা নিত্যযাত্রীদের জুতো পালিশ করে, জুতো সারিয়ে জীবন নির্বাহ করা সামান্য মুচী মনসুখভাইকে ১০লক্ষ টাকা বেআইনি লেনদেন এর নোটিস ধরাল  আয়কর দপ্তর ৷ অভিযোগ, বেআইনিভাবে ১০ লক্ষ টাকার লেনদেন হয়েছে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে৷ এর সদুত্তর দিতে বলা হয়েছে মনসুখভাইকে৷ যদি তা তিনি না করতে পারেন, তাহলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে তাঁর বিরুদ্ধে৷

জুতো পালিশ ও সারাই করে দিনের শেষে কোনওমতে ১০০ টাকা মতো জোটে৷ কোনও কোনও দিন তাও জোটে না৷ সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কথা অতি বড় স্বপ্নেও ভাবতে পারেন না বলে জানান মনসুখভাই৷ কোথা থেকে, কেমন করে তাঁর নামে এই অ্যাকাউন্ট উদয় হল? কেমন করেই বা তাতে এত টাকার লেনদেন হল? তা এখনও বুঝে উঠতে পারছেন না তিনি৷ এমনকী, আয়কর কী বস্তু সেই সম্পর্কেও কোনও ধারণা নেই তাঁর৷

নোটবন্দি পরবর্তীকালে  কোনও বেআইনি লেনদেন  ও ভুয়ো একাউন্ট খোলা হয়েছে এই দীনদরিদ্র মানুষটির নামে, একথা মনে করছেন অনেকেই৷ তবে মনসুখভাইয়ের মাথায় এখন একটাই চিন্তা৷ আয়কর দপ্তরের এই নোটিশের উত্তরে তিনি কী বলবেন?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here