Home আপডেট ১০০ দিনের বকেয়া টাকা আনুন! রাজভবনের পুরস্কার প্রত্যাখান কল্যাণী লুমিনাস ক্লাবের

১০০ দিনের বকেয়া টাকা আনুন! রাজভবনের পুরস্কার প্রত্যাখান কল্যাণী লুমিনাস ক্লাবের

১০০ দিনের বকেয়া টাকা আনুন! রাজভবনের পুরস্কার প্রত্যাখান কল্যাণী লুমিনাস ক্লাবের

[ad_1]

রাজ্যপালের ‘দুর্গারত্ন’ পুরস্কার প্রত্যাখান করল কল্যাণী আইআইটি মোড়ের লুমিনাস ক্লাব। ‘দুর্গারত্ন’ পুরস্কারের জন্য রাজভবন চারটি পুজোকে বেছে নিয়েছিল। এর মধ্যে ছিল নদিয়ার লুমিনাস ক্লাবের পুজো। কিন্তু পুজো উদ্যোক্তা এই পুরস্কার নিতে অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, রাজ্যের সাধারণ মানুষ ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না। এই অবস্থায় তাঁরা এই আর্থিক পুরস্কার নিতে চান না।

পুজোর অন্যতম উদ্যোক্তা অরূপ মুখোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে বলেন, ‘আমরা পুরস্কারের বিষয়ে এখন কিছু জানি না। সাংবাদমাধ্যম থেকে আমরা শুনেছি যে আমাদের পুরস্কার দেওয়া হচ্ছে। আমরা সবিনয়ে এই পুরস্কার প্রত্যাখান করছি।’

কেন এই পুরস্কার প্রত্যাখান তা ব্যাখ্যা করে অরূপ মুখোপাধ্যায় বলেন, ‘আমরা রাজ্যপালের কাছে অনুরোধ জানাচ্ছি, রাজ্যের সংবিধানিক প্রধান হিসাবে ১০০ দিনের টাকা পেতে দিল্লিকে জানান রাজ্যপাল। গরিব মানুষ তাঁদের প্রাপ্য টাকা পেলে আমরা মনে করব আমরা পুরস্কার পেয়ে গিয়েছি।’

পঞ্চমীর দিন থেকেই রাজ্যে পুজো দেখতে বের হন রাজ্যপাল। একাধিক মণ্ডপ ঘোরেন তিনি। এর রাজভবনের তরফে ঘোষণা করার হয় রাজ্যের সেরা পুজোকে পুরস্কৃত করবে রাজভবন। এই পুরস্কারের নামও দেওয়া হয় ‘দুর্গারত্ন’। দর্শনার্থীরা ইমেলের মাধ্যমে জানাবেন তাঁদের পছন্দের পুজো।

এ বছর লুমিনাস ক্লাবের এবারের পুজোর থিম ছিল ম্যাকাওয়ের গ্র্যান্ড হোটেল ক্যাসিনো লিসবোয়া। আর্কষণীয় এই মণ্ডপ দেখতে কলকাতা থেকেও বহু মানুষ গিয়েছেন।

(পড়তে পারেন। পুজো কার্নিভালের দিন বিশেষ বাস, চলবে রাত অবধি মেট্রো)

এর আগে কল্যাণী আইআইিটি পুজো দেখতে গিয়েছিলেন রাজ্যপাল। সেই সময় পুজো মণ্ডপ চত্বরে কেউ না থাকায় বিতর্ক তৈরি হয়। এদিন অরূপ মুখোপাধ্যায় এই বিতর্ক নিয়েও মুখ খুলেছেন। তিনি বলেন, ‘রাজ্যপাল আসার ব্যাপারে আমরা আগে থেকে কিছুই জানতাম। আমাদের আগে থেকে বিভিন্ন রকম কাজ থাকায় আমরা অনেকেই ছিলাম না।’

রাজভবনের পক্ষ থেকে যে চারটি পুজোকে বেছে নেওয়া হয়েছে, এর মধ্য লুমিনাস ছাড়াও রয়েছে টালা প্রত্যয়, সিঁথি বন্ধুদল এবং বরানগরের লোল্যান্ড সর্বজনীনের পুজো। দর্শনার্থীদের পাঠানো ইমেলের মাধ্যমে সেরা পুজোকে বেছে নেওয়া হয়েছে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here