Home আপডেট ১৩ বছর পর কৃষ্ণনগর–নবদ্বীপ লাইনে ছুটল রেল ইঞ্জিন, দ্রুতই চালু হবে জানালেন সাংসদ

১৩ বছর পর কৃষ্ণনগর–নবদ্বীপ লাইনে ছুটল রেল ইঞ্জিন, দ্রুতই চালু হবে জানালেন সাংসদ

১৩ বছর পর কৃষ্ণনগর–নবদ্বীপ লাইনে ছুটল রেল ইঞ্জিন, দ্রুতই চালু হবে জানালেন সাংসদ

[ad_1]

২০১০ সালে শেষবারের মতো কৃষ্ণনগর থেকে নবদ্বীপের ন্যারোগেজ লাইনে ট্রেন ছুটেছিল। তারপর থেকে দীর্ঘ ১৩ বছর ধরে এই লাইনে বন্ধ ছিল ট্রেন। এই লাইনটিকে ব্রডগেজ করার জন্য ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে জমি জট থেকে শুরু করে বিভিন্ন কারণে আটকে রয়েছে সেই কাজ। অবশেষে ১৩ বছর পর কৃষ্ণগর থেকে নবদ্বীপ লাইনের আমঘাটা পর্যন্ত ছুটল বিরাট ওয়াগন।

আরও পড়ুন: রামমোহনের জন্মস্থান রেল পরিষেবা থেকে বঞ্চিত, খানাকুলে আজও যায়নি লাইন

মূলত নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগর হয়ে শান্তিপুর যাওয়ার একটি ন্যারোগেজ লাইন ছিল। ওই লাইনটি ২০১০ সালের পর বন্ধ হয়ে যায়। কারণ ন্যারোগেজ লাইনটিকে ব্রডগেজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শনিবার বিকালে কৃষ্ণনগর নবদ্বীপ লাইনে রেল ইঞ্জিন ছুটতে দেখা যায়। মূলত যতটুকু অংশে কাজ হয়েছে ততটুকু অংশেই ডিজেল চালিত এই ওয়াগন এদিন চলতে দেখা যায়। তা দেখে স্বাভাবিকভাবেই খুশি স্থানীয়রা। অনেক এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। তাদের বক্তব্য, এই রেল লাইন চালু হলে অনেকে উপকৃত হবেন।

রেল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ২০১০ সালে নবদ্বীপ ঘাট ও শান্তিপুরের এই ন্যারোগেজ লাইনটিকে ব্রডগেজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরে কাজ শুরু হয়। মোট ২৯ কিলোমিটার দীর্ঘ এই রেললাইন প্রথমে শান্তিপুর থেকে কৃষ্ণনগর জংশন পর্যন্ত ব্রডগেজ লাইনে রুপান্তর করা হয়। এরপর কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ন্যারোগেজ লাইনটিকে ব্রডগেজে রূপান্তর করার কাজ শুরু হয়। কিন্তু, আমঘাটা পর্যন্ত এই কাজ সম্পন্ন হলেও তারপর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত অংশে রেললাইন পাতার কাজ সম্পন্ন হয়নি। প্রায় চার কিলোমিটার এখনও বাকি রয়েছে। জমি জটের কারণে সেটি থমকে যায়।

স্থানীয় বাসিন্দারা চাইছেন, পুনরায় এই রেল লাইন চালু করা হোক। দীর্ঘদিন ধরে ১২ কিলোমিটার ওই রেলপথ রেললাইন পড়ে থাকার সেটি খারাপ হয়ে গিয়েছে। সেই কারণে পুনরায় কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত প্যানেল বসানো হবে বলে জানা গিয়েছে।

এপ্রসঙ্গে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানান, আমঘাটা পর্যন্ত রেলপথের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে স্টেশনও তৈরি হয়ে গিয়েছে। আপাতত কৃষ্ণনগর থেকে ওই পর্যন্ত রেল চালানোর বিষয়টি ঠিক হয়েছে। সেই কারণেই শুক্রবার ইঞ্জিন চলেছে। এনিয়ে মমতাকে কটাক্ষ করে তিনি জানান,  এখন রাজ্য সরকার এই লাইনে ট্রেন চালু করার বিষয়ে আগ্রহী নয়। তবে ২০২৪-এর জানুয়ারিতে এখনকার বাসিন্দাদের রেল উপহার দেবে রেল।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here