Home খেলাধুলো ৫০০ তম টেস্টে সেঞ্চুরির দোরগোড়ায় কোহলি, রান পেলেন রোহিত-যশস্বীও, প্রথম দিনে ভারত ৪ উইকেটে ২৮৮ India vs West Indies 2nd Test Day 1 highlights Virat Kohli Rohit Sharma Yashasvi Jaiswal splendid innings India 288 runs for 4 wickets end of Day One sup

৫০০ তম টেস্টে সেঞ্চুরির দোরগোড়ায় কোহলি, রান পেলেন রোহিত-যশস্বীও, প্রথম দিনে ভারত ৪ উইকেটে ২৮৮ India vs West Indies 2nd Test Day 1 highlights Virat Kohli Rohit Sharma Yashasvi Jaiswal splendid innings India 288 runs for 4 wickets end of Day One sup

৫০০ তম টেস্টে সেঞ্চুরির দোরগোড়ায় কোহলি, রান পেলেন রোহিত-যশস্বীও, প্রথম দিনে ভারত ৪ উইকেটে ২৮৮ India vs West Indies 2nd Test Day 1 highlights Virat Kohli Rohit Sharma Yashasvi Jaiswal splendid innings India 288 runs for 4 wickets end of Day One sup

[ad_1]

পোর্ট অফ স্পেন: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভাল জায়গায় টিম ইন্ডিয়া। দিনের শেষে ভারতের স্কোর ২৮৮ রানে ৪ উইকেট। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ৫০০ তম মাইলস্টোন ম্যাচ শতরানে স্মরণীয় করে রাখার থেকে মাত্র ১২ রান দূরে রয়েছেন বিরাট কোহলি। এছাড়া প্রথম দিনে রোহিত শর্মা করেছেন ৮০ রান, যশস্বী জয়সওয়াল করেছেন ৫৭ রান।

পোর্ট অফ স্পেনের ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দুই দেশের লাল বলের ক্রিকেটের ইতিহাসে শততম ম্যাচ। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট। ওপেনিং জুটিতে প্রথম টেস্টের মতই দলকে ভাল শুরু দেন রোহিত ও যশস্বী জুটি। অনবদ্য ব্যাটিং করে ফের শতরানের পার্টনারশিপ পূরণ করেন দুজন। ব্যক্তিগত অর্ধশতরানও পূরণ করেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল।

লাঞ্চের পর ১৩৯ রানে প্রথম উইকেট পড়ে ভারতের। ৫৭ রান করে আউট হন যশস্বী। এরপর প্রথম ডাউন নেমে দ্বিতীয় টেস্টেও বড় রান পেলেন না শুভমান গিল। ১০ রান করেন তিনি। ১৫৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে। তৃতীয় উইকেট পেতে বেশি অপেক্ষা করতে হয়নি ক্যারিবিয়ানদের। দলের ১৫৫ রানে ব্যক্তিগত ৮০ রান করে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। ব্যর্থ হন অজিঙ্কা রাহানেও। ৮ রান করেন তিনি। ১৩৯ প্রথম উইকেট হারানো থেকে ১৮২-তে ৪ উইকেট হয়ে যায় ভারতের।

আরও পড়ুনঃ What is The National Sports of West Bengal: বাঙালি হওয়ায় গর্ববোধ, পশ্চিমবঙ্গে জাতীয় খেলা কী জানেন? যেটা ভাবছেন সেটা নয়

এরপর ভারতের ইনিংস রাশ ধরেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। রানের গতিবেগ কিছুটা কমলেও ঠান্ডা মাথায় দলের ইনিংস এগিয়ে নিয়ে যান তারা। বেশ কিছু অনবদ্য শটও খেলেন দুই তারকা। নিজের অর্ধশতরান পূরণ করেন বিরাট কোহলি। শতরানের পার্টনারশিপ পূরণ করেন কোহলি-জাড্ডু জুটি। দিনের শেষে ভারতের স্কোর ২৮৮ রানে ৪ উইকেট। ৮৮ রানে কোহলি ও ৩৬ রানে অপরাজিত জাদেজা। দ্বিতীয় দিনে কোহলির ৫০০ ম্যাচে শতরান দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

Tags: India vs West indies, Rohit Sharma, Virat Kohli, Yashasvi Jaiswal

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here