Home আপডেট ফের মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ ~ ১৫ই মার্চ থেকে লকডাউন রাজ্যে

ফের মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ ~ ১৫ই মার্চ থেকে লকডাউন রাজ্যে

ফের মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ ~ ১৫ই মার্চ থেকে লকডাউন রাজ্যে

দেশে ফের ভয় বাড়াচ্ছে করোনা । দু’টি ভ্যাকসিনের মাধ্যমে টিকাকরণ হলেও দেশের বিভিন্ন শহরে লাগাতার বাড়ছে করোনা সংক্রমণের গতি। স্রেফ গত ২৪ ঘণ্টাতেই দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৮৫৪ জন। যা ক্রমশ উর্ধ্বমুখী। করোনা সংক্রমণের গতিতে সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র। সে রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬৫৯ জন। তাই বাড়ন্ত করোনা সংক্রমণকে রুখতে তড়িঘড়ি লকডাউনের পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে )। সে রাজ্যের নাগপুরে ১৫ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত জারি হচ্ছে লকডাউন।

গত ২৪ ঘণ্টায় নাগপুরে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮০০ জন। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে করোনা প্রতিষেধক নিয়ে জানিয়েছিলেন, আগামী দিনগুলিতে কয়েকটি জায়গায় লকডাউন অনিবার্য হবে। এরপরই নাগপুরের পুলিশ কমিশনারেট জানিয়েছেন, শহরের সব জায়গায় লকডাউন জারি হচ্ছে। এর আগে সোমবার মহারাষ্ট্রের জলগাঁও জেলায় ‘জনতা কার্ফু’ জারি হয়েছিল। করোনা রুখতে ইতিমধ্যেই ঠাকরে প্রশাসন ৭ দফা অ্যাকশন প্ল্যান নিয়ে হাঁটছে।