Home আপডেট পর পর ১৮ টা কম্পন !! ভয়াবহ পরিস্থিতি অসমে

পর পর ১৮ টা কম্পন !! ভয়াবহ পরিস্থিতি অসমে

পর পর ১৮ টা কম্পন  !! ভয়াবহ পরিস্থিতি অসমে

বুধবার অসমে তীব্র ভূমিকম্পের পর থেকে শুরু হয়েছিল ভূমিকম্প-পরবর্তী কম্পনের হিড়িক। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেটা লেগেই রয়েছে। এ দিন সকাল সাড়ে ৭টা পর্যন্ত ১৮টা আফটারশক হয়েছে। সকাল সাড়ে ন’টা নাগাদ অরুণাচল প্রদেশে ৪.৬ মাত্রার আরও একটি ভূমিকম্প হলেও সেটা সম্ভবত আফটারশক নয়।

বুধবার রাত ১:২০-তে বেশ ভালোই দুলুনি অনুভূত হয়। ওই আফটারশকের মাত্রা ছিল ৪.৬। একে বেশ জোরালো কম্পনই বলা যেতে পারে। এ ছাড়া, সারা দিন ধরে এত অসংখ্য কম্পন হয়েছে যে গুয়াহাটি, তেজপুর-সহ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ বাড়ির বাইরেই রাত কাটিয়েছিলেন। তবে বর্তমানে বেশির ভাগ কম্পনই ৩-এর নীচে রেকর্ড করা হচ্ছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ১৯৬০ সালের ২৯ জুলাই ৬ মাত্রার ওপরে ভূমিকম্প হয়েছিল অসমে। ৬০ বছর পর রাজ্যে এই রকম বড়ো ভূমিকম্প হল। তবে উত্তরপূর্ব ভারত কম্পনপ্রবণ হওয়ায় আশেপাশের অঞ্চলেও বড়ো ভূমিকম্পের ইতিহাস রয়েছে।

১৯৫০ সালের ১৫ আগস্ট অরুণাচল প্রদেশ-চিন সীমান্তে ৮.৬ মাত্রার বিশাল ভূমিকম্প হয়েছিল। সেই কম্পনে প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। ১৮৯৭ সালে শিলংয়ে ৮ মাত্রার কম্পনে মারা গিয়েছিলেন দেড় হাজার মানুষ। ওই কম্পনের জেরে কোচবিহার রাজপ্রাসাদের অনেকটা অংশ ভেঙে গিয়েছিল। সাম্প্রতিককালে ২০১৭-এ মণিপুরের টামেংলঙে ৬.৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তাতে অসমের বরাক উপত্যকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এই কম্পনের জেরে ১০ জন আহত হয়েছেন বলে খবর। আতঙ্কের জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২ জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অসমে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। তবুও মানুষের মধ্যে আতঙ্ক কাটছে না। আর কতবার মাটি দুলে উঠবে, সেটাই ভেবে চলেছেন তাঁরা।