Home আপডেট 2000 Currency Ban: বাতিল ২০০০ টাকার নোট কীভাবে বদলাবেন? কতদিন সময়? জানুন বিস্তারিত

2000 Currency Ban: বাতিল ২০০০ টাকার নোট কীভাবে বদলাবেন? কতদিন সময়? জানুন বিস্তারিত

2000 Currency Ban: বাতিল ২০০০ টাকার নোট কীভাবে বদলাবেন? কতদিন সময়? জানুন বিস্তারিত

[ad_1]

2000 Currency Ban: ২০০০ টাকার নোট বাতিল করে দিল রিজার্ভ ব্যাঙ্ক আপনার কাছে ২০০০ নোট থাকলে বদলাবেন কীভাবে? KYC আপডেট করা তো? ব্যাঙ্ক কি আদৌ নেবে এই নোট? উপায় কি? জটিলতা বাড়ল না তো? এবার কি হবে ২০১৬র নোট বাতিলের মতই হয়রানি? না আগেই প্যানিক নয়? ধৈর্য হারাবেন না৷ অনেকেই বাড়িতে ক্যাস টাকা তুলে রাখেন। RBI স্পষ্ট জানিয়ে দিয়েছে ব্যাঙ্কে গিয়েই ২০০০ টাকার নোট বদল করতে পারবেন আপনি। ২০১৬ রাতারাতি ৫০০, ১০০০এর নোট বাতিল করেছিল ভারত সরকার। তবে এবার আরবিআই লম্বা চওড়া নোটিশ দিয়ে জানিয়ে দিল সব টার্মস অ্যান্ড কন্ডিশন।

বিভিন্ন সংবাদমাধ্যমের হেডলাইন দেখে বিভ্রান্ত হবেন না। একসঙ্গে কত পরিমাণ ২০০০ টাকার নোট বদল করা যাবে? ব্যাঙ্কে এবার লিমিট ঠিক কত? ৭ বছর পর এবার ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। RBI জানিয়েছে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত ২ হাজারের নোটের আইনি বৈধতা থাকবে। তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যেই ২ হাজারের নোট ব্যাঙ্কে জমা দিতে হবে। আপনার কাছে যদি ২ হাজার টাকার নোট থাকে তবে তা সেপ্টেম্বরের মধ্যেই ব্যাঙ্কে গিয়ে জমা করতে হবে।

কী ভাবে জমা করবেন টাকা? আলাদা করে কি থাকছে কোনও নিয়ম?

RBI জানিয়েছে নিজেদের ব্যাঙ্কে গিয়ে ২ হাজারের নোট জমা করতে পারবেন সাধারণ মানুষ। ২৩ মে থেকে ব্যাঙ্ক এবং আরবিআইয়ের আঞ্চলিক দফতরগুলিতে গিয়ে
২ হাজারের নোট জমা দেওয়া যাবে। ঘুরেফিরে সেই প্রশ্নটাই আসছে লিমিট কত? ২ হাজার টাকার নোট জমা করতে গিয়ে ব্যাঙ্কগুলির দৈনন্দিন কাজে যাতে ব্যাঘাত না ঘটে কিংবা কোনও বিশৃঙ্খলা তৈরি না হয় সেই কারণে কোনও এক দিনে ২ হাজারের নোটে সর্বোচ্চ ২০ হাজার টাকা জমা দিতে পারবেন গ্রাহকরা।

সেপ্টেম্বর মাস পর্যন্ত ২ হাজার টাকায় লেনদেন করা পারবেন। তবে সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই তা ব্যাঙ্কে জমা করতে হবে। ২ হাজার টাকার নোট জমা দেওয়ার সময়
KYC এবং প্রয়োজনীয় অন্য তথ্য ব্যাঙ্ককে জানাতে হবে। কিন্তু কেন হুট বাতিল করে দেওয়া হল ২০০০ টাকার নোট? আরবিআইয়ের তরফে জানানো হয়েছে ২০১৬ সালে নোট বাতিলের সময় ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল। সেই সময় নোটের ঘাটতি পূরণ করতে বাজারে ২ হাজার টাকার নোট আনা হয়েছিল। বর্তমানে অন্য নোটগুলির জোগান যথেষ্ট পরিমাণে রয়েছে। তাই ২০১৮-১৯ সালে ২ হাজার টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়। হাতে ৪ মাস সময় থাকবে ধীরে সুস্থে ব্যাঙ্কে যান বদলে ফেলুন আপনার ২০০০ টাকা৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here