Home আপডেট Live: পশ্চিমবঙ্গ সহ ৫রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন নির্বাচন কমিশন

Live: পশ্চিমবঙ্গ সহ ৫রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন নির্বাচন কমিশন

Live: পশ্চিমবঙ্গ সহ ৫রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন নির্বাচন কমিশন

অবশেষে প্রতীক্ষার অবসান৷ আজ অর্থাৎ শুক্রবার বিকেল চারটের সময় একুশের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন৷

কমিশন সূত্রের খবর, মার্চের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যেতে পারে আদর্শ আচরণ বিধি৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজ্যের উচ্চপদস্থ আমলা, সরকারি আধিকারিক, শীর্ষ পুলিশ কর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷

সূত্রের খবর, রাজ্যের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পর নিজেদের সিস্টেমের তথ্যর সঙ্গে তা মিলিয়ে দেখেন কমিশনের সদস্যরা৷ এরপরই গভীর রাতে ইমেল করে ফাইনাল রিপোর্ট পাঠানো হয় মুখ্য নির্বাচন কমিশনের দফতরে৷ বাংলা, তামিলনাড়ু, অসম, কেরল ও পন্ডিচেরি- ৫ রাজ্যে হতে চলেছে বিধানসভা ভোট৷ বাংলার হাল হকিকৎ বুঝতে সম্প্রতি রাজ্য সফরে এসেছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক৷ সূত্রের খবর, সে সময় রাজ্যের আইনশৃঙ্খলার প্রশ্নে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন৷

এরপরই কেন্দ্রীয় বাহিনী পাঠানোর তোড়জোর শুরু হয়৷ ইতিমধ্যে রাজ্যে দু’দফায় বেশ কয়েক কোম্পানি এসেছে৷ পশ্চিম মেদিনীপুরের কেশপুর, বাঁকুড়ার সারেঙ্গা, কোতলপুর, হাওড়ার ডোমজুড় সহ একাধিক জেলার উপদ্রুত এলাকায় ইতিমধ্যেই টহল শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী৷ সূত্রের খবর, অন্যান্যবারের ভোটের চেয়ে এবারের ভোটে নিরাপত্তা থাকবে নজরকাড়া৷ সেজন্য প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী আনার পক্ষপাতী কমিশন৷

কারণ কমিশন মনে করছে, অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী ছাড়া এবারে বাংলায় অবাধ ভোট করানো যাবে না৷ কারণ, তৃণমূল ও বিজেপি যুযুধান দু’পক্ষই একে অপরকে প্রতি মুহূর্তে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে৷ প্রকাশ্যেই চলছে এই হুমকি৷ ফলে কর্মীদের মধ্যে বাড়ছে উত্তেজনা৷ যারই জেরে এবারের বাংলায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘খেলা হবে’ স্লোগান৷ কমিশনের এক কর্তার কথায়, ‘‘রাজনৈতিক দলের খেলার মাঠ বলতে তো ভোট৷ স্বভাবতই, খেলা হোক৷ আমাদের তাতে কোনও আপত্তি নেই৷ কিন্তু অহিংসভাবে যাতে খেলাটা সম্পন্ন করা যায়, তার জন্য যাবতীয় আয়োজন আমরা রাখব৷ চলছে তারই প্রস্তুতি৷’’

লাইভ ভিডিও সৌজন্যেঃ CNN-NEWS18