Home আপডেট 4 State Assembly Election Results: ভোটগণনা শুরু, পাশা উল্টাবে কোন রাজ্যে ?

4 State Assembly Election Results: ভোটগণনা শুরু, পাশা উল্টাবে কোন রাজ্যে ?

4 State Assembly Election Results: ভোটগণনা শুরু, পাশা উল্টাবে কোন রাজ্যে ?

[ad_1]

।। ।।

4 State Assembly Election Results: নভেম্বর মাস জুড়ে একে একে ভোট পর্ব মিটেছে ছত্তীসগঢ়, রাজস্থান, মধ্য প্রদেশ, তেলঙ্গানা ও মিজোরামে। আজ একসঙ্গে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। শুধুমাত্র আগামিকাল অর্থাৎ ৪ ডিসেম্বর মিজোরামের ভোটের ফল প্রকাশ হবে ।

ছত্তিগড়ে চলছে হাড্ডাহাড্ডির লড়াই ৷ ছত্তিশগড়ে সরকার ছিল কংগ্রেসের। এবার বিধানসভা নির্বাচনে কি পাশা পালটে যাবে? কখনও কংগ্রেস আবার কখনও এগিয়ে যাচ্ছে বিজেপি ৷ আপাতত ৫১ টি আসনে এগিয়ে বিজেপি ৷ কংগ্রেস এগিয়ে ৩৬টি আসনে ৷

১১৯ আসনের তেলাঙ্গানা বিধানসভা নির্বাচনে জিততে ৬০ আসনের ম্যাজিক ফিগার ছুঁতে হবে। এই রাজ্যে লড়াই মূলত কেসিআর-এর বিআরএস বনাম কংগ্রেসের। তেলাঙ্গানায় সরকার ছিল ভারত রাষ্ট্রীয় সমিতির। এবার বিধানসভা নির্বাচনে কি পাশা পালটে যাবে? প্রাথমিক ট্রেন্ড যেটা বলছে , তেলাঙ্গানায় প্রথমবারের মতো ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। কারণ, শেষ পাওয়া খবর অনুযায়ী কংগ্রেস এগিয়ে ৬৬টি আসনে। বিআরএস এগিয়ে ৪১টি আসনে। এদিকে বিজেপি এই রাজ্যের মাত্র ৭টি আসনে এগিয়ে। এআইএমআইএম এগিয়ে ৫টি আসনে।

২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে জিততে ১১৬ আসনের ম্যাজিক ফিগার ছুঁতে হবে। এই রাজ্যে লড়াই মূলত কংগ্রেস এবং বিজেপির মধ্যে। মধ্যপ্রদেশে সরকার ছিল বিজেপির। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৫৪টি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি। কংগ্রেস মাত্র ৭৬টি আসনে এগিয়ে। ম্যাজিক ফিগারের অনেক বেশি সংখ্যক আসনে এগিয়ে গেরুয়া শিবির। শিবরাজই কি পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন ? নাকি জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে মসনদে বসানোর কথা ভাবতে চলেছে পদ্ম শিবির? যা জানা যাবে ভোটের ফলাফল প্রকাশের পর।

 

বিস্তারিত আসছে..

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here