Home খেলাধুলো বোলিং সহায়ক উইকেটে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে গেল বাংলার প্রথম ইনিংস

বোলিং সহায়ক উইকেটে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে গেল বাংলার প্রথম ইনিংস

বোলিং সহায়ক উইকেটে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে গেল বাংলার প্রথম ইনিংস

∆ বাংলা প্রথম ইনিংস :-

(১৪৭অল আউট
অনুস্টুপ ৫৩, অভিষেক ৪০, মনোজ ২২,

বাসিল থাম্পি : ৪/৫৭)

∆ কেরল প্রথম ইনিংস :-

( ৩৫/১, সাক্সেনা ১৪*, প্রেম ১৪*, সামি : ১/১৯)

বিপক্ষ কেরলের ‘গ্রীনটপ’ উপহার হিসেবে দেয়া হয়েছিল ইডেনে। ‘হোম অ্যাডভান্টেজ’ নেওয়ার চেষ্টা করেছিলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। টসে হেরে বাসিল থাম্পি, সন্দীপ ওয়ারিওর ও নিধেশ‌ এই ত্রয়ীর পেসে মাত্র ১৪৭ রানেই শেষ। হল বাংলার প্রথম ইনিংস। মহম্মদ সামির নেয়া এক উইকেটের সুবাদে দিনের শেষে ৩৫ রান তুলেছে কেরলের ব্যাটসম্যানরা।

ওপেনার কৌশিক ঘোষ (০), সুদীপ চ্যাটার্জি (০) দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। এই ম্যাচে আমির গনিকে বসিয়ে ঋত্বিক চ্যাটার্জিকে সুযোগ দেওয়া হলেও মাত্র ১ রানে আউট হন ঋত্বিক। অনুস্টুপ মজুমদারের ‘দাতে দাঁত’ চেপে করা ৫৩, অভিষেক রমনের ৪০ ও মনোজ ২২ রান করে বাংলাকে ১০০ রানের গন্ডি পার করান। ৫৭ রান দিয়ে ৪ উইকেট নিলেন বাসিল থাম্পি। দিনের শেষে বিপক্ষের বিষ্ণু বিনোদের সঙ্গে বাকবিতন্ডায় জড়ালেন মনোজ। আম্পায়ার দ্রুত পরিস্থিতি সামলে দেন।