Home ঘুরে আসি দীঘায় পর্যটকদের সুবিধার্থে নয়া উদ্যোগ

দীঘায় পর্যটকদের সুবিধার্থে নয়া উদ্যোগ

দীঘায় পর্যটকদের সুবিধার্থে নয়া উদ্যোগ

বাঙালির সমুদ্র প্রেম চিরকালীন। এই চিরন্তন প্রেমের টানেই ২-৩ দিনের ছোট ছুটি পেলেই দীঘায় ভীড় জমাতে ভালবাসে তারা।সেই ভ্রমনকালে পর্যটকদের সুবিধার্থে নতুন উদ্যোগ নিতে চলেছে সরকার। দিঘায় দুর্ঘটনা এড়াতে মাইকিং থেকে শুরু করে জরিমানার ব্যবস্থা আগেই ছিল। এবার দিঘায় সমুদ্রতটে দুর্ঘটনা ঠেকাতে অভিনব কৌশল নিল প্রশাসন। পর্যটকদের সমুদ্রের বিপদসীমা বোঝাতে সমুদ্রে ভাসানো হবে হলুদ রঙের লম্বা লম্বা বেলুন। যা সমুদ্রতট থেকে ও দেখা যাবে, আবার সেই ভাসানো বেলুনের কাছে কোনও পর্যটক পৌঁছালেও তার গায়ে লেখা সাবধানবার্তা দেখা যাবে।